Durga Puja 2021: দূষণে 'না'! পরিবেশ রক্ষায় প্রতিমা বিসর্জনে অভিনব পথ দেখাচ্ছে কলকাতা পুরসভা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Durga Puja 2021: এই অভিনব প্রতিমা নিরঞ্জনে উপস্থিত ছিলে ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ কলকাতা পুরসভার অন্যান্য কর্তারা।
advertisement
1/6

গঙ্গাবক্ষে প্রতিমা নিরঞ্জন নিয়ে একাধিক বার প্রশ্ন তুলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রতিমার রঙ ও সিসের প্রলেপ জলজ প্রাণীর ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে। তাই গঙ্গাদূষণ রুখতে বিকল্প ব্যবস্থা কলকাতা পুরসভা। গঙ্গাবক্ষে না গিয়েও গঙ্গা জলে প্রতিমা বিসর্জন, এই লক্ষ্য নিয়েই দুই ঘাটে বিকল্প হিসেবে কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই গঙ্গার জলে হচ্ছে প্রতিমা নিরঞ্জন।
advertisement
2/6
গঙ্গার ঘাটগুলিতে রাখা আছে পাম্প। সেই পাম্পের মাধ্যমে গঙ্গা থেকে জল টেনে সেই জল হোস পাইপের মাধ্যমে দেওয়া হবে প্রতিমার গায়ে। তা দিয়ে প্রতিমার গায়ের রং ও মাটি ধুয়ে ফেলা হবে। এরপর সেই দূষিত জলকে শোধন করা হবে। শোধনের পর সেই জল পুনরায় ফেলা হবে গঙ্গায়। এমনই অভিনব প্রক্রিয়াই নেওয়া হয়েছে এবারে।
advertisement
3/6
জলাশয়ের একটি কৃত্রিম কাঠামো প্রস্তুত করা হয়েছে। যার ওপরে লোহার জালি করা আছে। সেখানে প্রতিমা রেখে হোস পাইপের মাধ্যমে গঙ্গার জল দিয়ে প্রতিমা স্নান করিয়ে রঙ মাটি গলিয়ে ফেলা হচ্ছে। আর নিচের জলাশয়ে সেই রঙ মিশ্রিত জল জমা হচ্ছে। যা পাইপের মাধ্যমে পাম্প দিয়ে ড্রেনেজ সিস্টেমে ফেলা হচ্ছে।
advertisement
4/6
এদিন এই অভিনব প্রতিমা নিরঞ্জনে উপস্থিত ছিলে ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ কলকাতা পুরসভার অন্যান্য কর্তারা। কৃত্রিম জলাশয়ে প্রথম বিসর্জন হয় বেহালা চড়কতলা এলাকার রায় চৌধুরী পরিবারের দূর্গা প্রতিমা। এই অভিনব ব্যবস্থা সাধারণ মানুষ গ্রহণ করলে, পরবর্তী দিনে বিভিন্ন ঘাটে এই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।
advertisement
5/6
প্রসঙ্গত, প্রতি বছর কম করে হলেও প্রায় চার হাজার প্রতিমা নিরঞ্জন হয় কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে। এর মধ্যে বেশিরভাগ নিরঞ্জন হয় নিমতলা ঘাট, জাজেস ঘাট, বাজা কদমতলা ঘাটে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ঘাটগুলিতে মোট চারটি ক্রেন থাকবে।
advertisement
6/6
এছাড়া বাজা কদমতলা ঘাটে গঙ্গার জলে ভাসমান বার্জের উপর একটি ক্রেন থাকবে এবং পাড়েও একটি ক্রেন থাকবে। নিমতলা এবং জাজেস ঘাটে পাড়ের উপরে একটি করে ক্রেন থাকবে। জলে প্রতিমা পড়লেই সেই ক্রেন দিয়ে কাঠামো টেনে তোলা হবে।