TRENDING:

Dilip Ghosh News: দিলীপ ঘোষকে নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে বিজেপি! দিল্লির এক বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত? কার সঙ্গে কার বৈঠক হল জানেন!

Last Updated:
Dilip Ghosh News: ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ ঘোষ।
advertisement
1/6
দিলীপ ঘোষকে নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে বিজেপি! দিল্লির এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত?
কলকাতা: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিল্লি সফর শমীক ভট্টাচার্যের। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে আগামীর রূপরেখাও ঠিক করে ফেলেছেন ইতিমধ্যেই। দলের রাজনৈতিক কর্মসূচি কী হবে, সংগঠন কীভাবে চলবে, সম্ভাব্য সাংগঠনিক পরিবর্তন কিংবা নতুন করে সকল কমিটি মোর্চা গঠনের বিষয়ে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের সঙ্গে দিল্লিতে দীর্ঘ বৈঠক করেছেন শমীক ভট্টাচার্য।
advertisement
2/6
ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার মধ্যেই দিলীপ ঘোষ প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে সুনীল বানসালের সঙ্গে শমীক ভট্টাচার্যের।
advertisement
3/6
তবে দিল্লিতে আলাদা করে শিব প্রকাশের সঙ্গেও বৈঠক করেন শমীক। দলীয় কাজে কোথায় কীভাবে ব্যবহার করা হবে দিলীপ ঘোষকে, সে ব্যাপারে কথা হয়েছে বলেও খবর।
advertisement
4/6
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে শমীক ভট্টাচার্যের দেখা করার কথা রয়েছে। হতে পারে রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক। তবে সেই বৈঠকে রাজ্যের আর কোনও নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় স্তরের আর কোনও নেতা উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
advertisement
5/6
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের সাংগঠনিক দুর্বলতা জেলা কর্মীদের আবারও বুথ বা ভোটমুখী করে ভরসা জুগিয়ে সংগঠনকে চাঙ্গা করতে বদ্ধ পরিকর। আর সেই লক্ষ্যে সফল হতে আরও এক ধাপ এগিয়ে রাজ্য সভাপতি পদে ভারপ্রাপ্ত হওয়ার পরেই দিল্লি পাড়ি দিয়েছেন শমীক ভট্টাচার্য।
advertisement
6/6
একে একে বৈঠক সারছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। ভোকাল টনিক দিতে নির্বাচনী টিপস নিচ্ছেন কেন্দ্রের নেতাদের থেকে। তবে নির্বাচনী বৈতরণী পার হতে দিল্লির নেতাদের ভোট কৌশল কতখানি কাজে দেয় বাংলার মাটিতে সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Dilip Ghosh News: দিলীপ ঘোষকে নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে বিজেপি! দিল্লির এক বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত? কার সঙ্গে কার বৈঠক হল জানেন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল