Dilip Ghosh News: দিলীপ ঘোষকে নিয়ে সব জল্পনা শেষ, ১৮ জুলাই বড় চমক দিতে চলেছেন দিলীপ! তৃণমূল নাকি বিজেপিতেই, স্পষ্ট হয়ে গেল সব
- Published by:Suman Biswas
- Reported by:Susmita Mondal
Last Updated:
Dilip Ghosh News: দিল্লিতে গিয়ে তিনি বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশসহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ।
advertisement
1/7

কলকাতা: আগামী ১৮ জুলাই, শুক্রবার, দুর্গাপুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মোদির এই সফর রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে এই সভার চেয়েও বেশি চর্চার কেন্দ্র হয়ে উঠেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।
advertisement
2/7
দিল্লি সফর সেরে ফেরার পর থেকেই প্রধানমন্ত্রীর মঞ্চে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়েই এখন জোর গুঞ্জন চলছে বঙ্গ বিজেপির অন্দরে। দিল্লিতে গিয়ে তিনি বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশসহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ।
advertisement
3/7
রাজনৈতিক মহলের মতে, এই সফরই হয়ত দিলীপের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আর সেই কারণেই ১৮ জুলাইয়ের দুর্গাপুর সভাকে ঘিরে তাকে মঞ্চে কিংবা সভাস্থলে দেখা যাবে কিনা এ বিষয়ে ঘিরে এত উত্তেজনা। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোচ্চভাবে পাশে রয়েছে দিলীপ ঘোষের।
advertisement
4/7
কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পরামর্শ দেওয়া হয়েছে দিলীপ ঘোষ বিজেপির শীর্ষ নেতৃত্বে সকল সফরের কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এমনকি তিনি আগে কেন প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী জনসভায় অংশগ্রহণ করেননি, সে ব্যাপারেও প্রশ্ন তোলা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।
advertisement
5/7
তবে কেন্দ্রীয় নেতৃত্বের কথায় দিলীপ ঘোষকে দিল্লি নেতৃত্বের যে কোনও কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য চাইছেন এই সভায় রাজ্য বিজেপির সব শীর্ষ নেতাই উপস্থিত থাকুন। এতে বিজেপির ভেতরের ঐক্যের বার্তা দেওয়া যাবে বলেই তাঁর মত।
advertisement
6/7
সেই কারণে দিলীপ ঘোষও মঞ্চে থাকতে পারেন বলে দলের অন্দরে আলোচনা চলছে। আমন্ত্রণ জানানো হতে পারে দিলীপ ঘোষকে, রাজ্য বিজেপির তরফে এমনটাই খবর। যদিও বিষয়টি নিয়ে দিলীপ ঘনিষ্ঠদের মুখে কুলুপ। একইভাবে রাজ্য নেতৃত্বও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না।
advertisement
7/7
তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভার মাত্র তিন দিন আগেই মোদির এই সভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী কোন বার্তা দেন এবং রাজ্য নেতৃত্বের মধ্যে কেমন সমন্বয় দেখা যায়, তা নজর রাখার মতো বিষয়। দিলীপ ঘোষ মঞ্চে থাকলে তা একদিকে বিজেপির অভ্যন্তরীণ বিভাজন মেটানোর বার্তা দেবে, আবার অন্যদিকে তাঁর রাজনৈতিক গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিতও বয়ে আনবে।