Dilip Ghosh Marriage: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! মায়ের কথাতেই ছাদনাতলায় 'নাড়ু', পাত্রী রিঙ্কু কে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Dilip Ghosh Marriage: বিয়ে করছেন দিলীপ ঘোষ। শুক্রবারই রিঙ্কু ও দিলীপের বিয়ের আসর বসতে চলেছে বলে খবর। বিজেপি নেতার হবু স্ত্রী রিঙ্কু মজুমদার কে?
advertisement
1/9

বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মর্নিং ওয়াকে যাবেন না। কারণ, শুক্রবারই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই রাজনীতিক।
advertisement
2/9
স্বাভাবিক ভাবেই এই খবরে রাজ্য-রাজনীতি তোলপাড়। কে হবেন দিলীপ ঘোষের সহধর্মিণী?
advertisement
3/9
সূত্রের খবর, পাত্রী রিঙ্কু মজুমদার, বিজেপি করার সূত্রেই আলাপ দু’জনের। রাজারহাটের শাপূর্জি আবাসনে থাকেন দীর্ঘ ছয় বছর ধরে।
advertisement
4/9
শুক্রবারই রিঙ্কু ও দিলীপের বিয়ের আসর বসতে চলেছে বলে খবর।
advertisement
5/9
সকাল ছ'য়টার পরে বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা যাওয়ার কথা দিলীপ ঘোষের।আর তাতেই আরও জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন।
advertisement
6/9
সূত্রের খবর, আগামিকাল দিলীপ ঘোষ বিয়ে করছেন। শোনা যাচ্ছে নিউটাউনের বিজেপি নেত্রী ২২ বছরের পুত্রসন্তানের মা রিংকু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রিঙ্কু বিবাহবিচ্ছিন্না।
advertisement
7/9
বৃহস্পতিবারেই দিলীপের আসন্ন বিবাহের বিষয়টি জানাজানি হতে শুরু করেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়েছে চর্চা।
advertisement
8/9
শোনা যাচ্ছে, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষণ্ণ, তখন রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন। প্রথমে বিয়েতে রাজি না হলেও, পরে ভেবেচিন্তে ও মা পুষ্পলতা ঘোষের কথায় বিয়ে করতে চলেছেন 'নাড়ু' তথা দিলীপ ঘোষ।
advertisement
9/9
শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপের। (রিপোর্টার-- আবীর ঘোষাল)