Sovan- Baisakhi On Dilip Ghosh Marriage: ‘আমাদের সম্পর্ক নিয়ে বোল্ডলি ফেস করেছি’:...দিলীপ ঘোষের বিয়ে নিয়ে যা বললেন শোভন-বৈশাখী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh Marriage: ‘বেশি বয়স বা কম বয়স বলে কোনও বিষয় নয়’...দিলীপ ঘোষের বিয়ে নিয়ে যা বললেন শোভন-বৈশাখী
advertisement
1/5

দিলীপ ঘোষের বিয়ে সরগরম নানা মহল৷ কোথাও বিজেপির বর্ষীয়ান নেতার বিয়েতে খুশি নানা মহল ,সেখানে নানা মহলে সমালোচনারও শিকার হতে হয়েছে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে৷ কিন্তু এই ধরনের সমালোচনা এর আগে বহুদিন ধরে সহ্য করেছেন আরও এক প্রেমী জুটি তাঁর হলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷
advertisement
2/5
দিলীপ ঘোষের বয়স নিয়ে সমালোচনায় অবশ্য তাঁদের পক্ষে নন শোভন চট্টোপাধ্যায়৷ তাঁর সাফ বক্তব্য ‘বেশি বয়স বা কম বয়স বলে কোনও বিষয় নয়৷’ তিনি আরও বলেন, ‘‘বিবাহ যে কোনও সময়ে হতে পারে, উনি অবিবাহিত ছিলেন, বিবাহ করছেন, তাঁদের নিজস্ব ব্যাপার৷’’
advertisement
3/5
তবে যেভাবে দিলীপ ঘোষের প্রেম কাহিনি ৪৮ ঘণ্টায় নানা মহলে তোলপাড় তুলেছে তার পক্ষপাতী নন শোভন৷ তাঁর কথা তাঁদের কোথায় গিয়ে কীভাবে প্রেম হয়েছে , সেটা এভাবে পাবলিকের নজরে না আনলেও চলত৷ তাঁর কথা, ‘‘এই যে খেলার মাঠে গিয়ে দেখা হয়েছে, মর্নিং ওয়াকে দেখা হয়েছে এসব বলার কী দরকার৷ আমাদের সম্পর্ক নিয়ে তো আমি বোল্ডলি ফেস করেছি৷ বহু টানাপোড়েন, ভালবাসা, চক্রান্ত সবকিছু পারাপার করে আমরা এখনও পর্যন্ত এবং ভবিষ্যতেও আমি বিশ্বাস করি, এভাবে নিশ্চল থাকব আমাদের নির্দিষ্ট দিকে৷’’
advertisement
4/5
এদিকে দিলীপ ও রিঙ্কুর বিয়ে নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও নিজের মত প্রকাশে রাখঢাক করেননি৷ তিনি অভিনন্দন জানান দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে৷ তবে দিলীপ ঘোষের কাছে আবেদন করেছেন তিনি একজন হিন্দু ধর্মের রক্ষক তিনি যেন বাড়িতে লক্ষ্মী হিসেবে যাঁকে এনেছেন তাঁর সম্মান করেন৷
advertisement
5/5
আসলে দিলীপ ঘোষ নাকি শোভন -বৈশাখী জুটিকে ডাল-ভাত বলে অভিহিত করতেন এবং আক্ষেপ করতেন৷ তাই ভাতেরও ডাল জুটেছে- তাঁর জন্য ওনাকে শুভেচ্ছা বলে জানান বৈশাখী৷