'ব্রাত্য বসুর কেন অপমান হচ্ছে...? দিল্লি পুলিশের চিঠি প্রসঙ্গে তৃণমূলকে চাঞ্চল্যকর নিশানা দিলীপ ঘোষের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
Dilip Ghosh: এরপরেই গর্জে ওঠেন দিলীপ, বলেন "মান সম্মান আছে ওঁদের? এই শিক্ষা ব্যবস্থার হাল মান সম্মান অনেক দিন আগেই চলে গিয়েছে ওঁদের।" অন্যদিকে এসআইআর প্রসঙ্গে দিলীপের দাবি, "অতি দ্রুত এখানে ভোটার তালিকার সংশোধন চাই।"
advertisement
1/4

দিল্লি পুলিশের চিঠি নিয়ে তৃণমূলের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। এই বিষয়ে তাঁর পাল্টা যুক্তি, বিভিন্ন দেশে যে রেডিও চ্যানেল চলে সেখানে বাংলাদেশের ভাষাকে বাংলা ভাষা হিসেবে ধরা হয় পশ্চিমবঙ্গের ভাষাকে নয়। সেখানে তাঁরা যদি বাংলাদেশী বলেন, তাহলে তা ভুল নয়। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল করছে বাংলা ও বাঙালি গুলিয়ে দিচ্ছে, সেটা হল, আমরা বাংলাদেশী নয় বাঙালি। এখানে বাংলাদেশী ঢুকিয়ে দিয়ে জালি ভোটার তৈরি করেছেন মমতা।"
advertisement
2/4
বাংলাদেশী ধরা পড়ার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আগেও আনা হত ধরা পড়ত কিন্তু সেটা চেপে দেওয়া হতো। এরা সব বাংলাদেশী ভুয়ো ভোটার। ভিনরাজ্যে বাংলা ও বাঙালি আক্রান্ত হওয়া নিয়ে ব্রাত্য বসুর অভিযোগ প্রসঙ্গে প্রবীণ বিজেপি নেতার দাবি, "ব্রাত্য বসুর কেন অপমান হচ্ছে আমাদের তো অপমান হচ্ছে না।"
advertisement
3/4
এরপরেই গর্জে ওঠেন দিলীপ, বলেন "মান সম্মান আছে ওঁদের? এই শিক্ষা ব্যবস্থার হাল মান সম্মান অনেক দিন আগেই চলে গিয়েছে ওঁদের।" অন্যদিকে এসআইআর প্রসঙ্গে দিলীপের দাবি, "অতি দ্রুত এখানে ভোটার তালিকার সংশোধন চাই।"
advertisement
4/4
বাংলা ও বাঙালি নিয়ে রাজ্য সরকারের পাল্টা কর্মসূচি কী হবে বিজেপির?"বাংলা ভাষা বাঙালি বা বাংলা আমার কিংবা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি নয়। বাংলা ভাষা ধ্রুপদ ভাষার স্বীকৃতি পেয়েছে এর জন্য সবচেয়ে বেশি দায়-দায়িত্ব এবং তার কৃতিত্ব মোদি সরকারের। বাংলাকে রক্ষা করার দায়িত্ব তৃণমূলের না নিলেও হবে। কবি সাহিত্যিক আছে যারা বাংলাকে বাঁচাবেন।"