TRENDING:

Devi Shetty Hospital: কলকাতায় গরীব মানুষের জন্য দেশের অন্যতম বড় মাল্টিসুপার হাসপাতাল গড়ছেন দেবী শেঠি, শিলান্যাস মমতার! কী কী চিকিৎসা হবে, কত চাকরি হবে এই হাসপাতালে?

Last Updated:
Devi Shetty Hospital: কলকাতায় গরীব মানুষের জন্য দেশের অন্যতম বড় মাল্টিসুপার হাসপাতাল গড়ছেন দেবী শেঠি, শিলান্যাস মমতার! কী কী চিকিৎসা হবে, কত চাকরি হবে এই হাসপাতালে?
advertisement
1/6
গরীবের জন্য কলকাতায় দেবী শেঠির হাসপাতাল, শিলান্যাস মমতার! কী কী চিকিৎসা হবে, কত চাকরি হবে?
কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৭.২৬ একর জমি দিয়েছিল চিকিৎসক দেবী শেঠিকে৷ তাঁর নেতৃত্বাধীন শেঠি নারায়ণা হৃদয়ালয় একটি হাসপাতাল তৈরি করতে চলেছে ওই জমিতে৷ বেঙ্গালুরুতে এই হাসপাতালের মূল কেন্দ্র৷ নিউটাউনে মোট ১১০০ শয্যার বিশাল হাসপাতাল তৈরি করবে৷
advertisement
2/6
বুধবার সেই হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''দেবী শেঠিকে ধন্যবাদ। তারা এই হেলথ সিটি তৈরি করছেন। সাধারণ মানুষ, গরীব মানুষের কথা ভেবে এই হাসপাতাল কাজ করবে। উনি বলেছেন বাংলা মানেই ব্যবসা। আমার ভাল লাগছে এই কথা শুনে।''
advertisement
3/6
মুখ্যমন্ত্রীর সংযোজন, ''অনেকে সমালোচনা করে। যারা সারাক্ষণ নেগিটিভিটি পছন্দ করে। বলে বিজিবিএসে কোনও ইনভেস্ট আসে না। আমাদের আবেদন ও অভিপ্রায় যদিও প্রকল্প আনার জন্য। এই হাসপাতালের জন্যও ৭.২৬ একর জমি দেওয়া হয়েছে। আমি দেবী শেঠিকে জানিয়েছিলাম আমি এই হাসপাতালের শিলান্যাসে আসব। আজ শুভ দিনেই সেটা হল। এটা দেশের অন্যতম বড় মাল্টিসুপার হাসপাতাল হবে। প্রথম ফেজে ৫০০, দ্বিতীয় ফেজে ৬০০ শয্যা থাকবে। সব মিলিয়ে ১১০০ বেডের হাসপাতাল হবে।''
advertisement
4/6
মমতা আরও বলেন, ''এই কাজের জন্য সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখানে ১০ হাজার কর্মসংস্থান হবে। এই জায়গার কমিউনিকেশন খুব ভাল। এখানে অর্গান ট্রান্সপ্লান্ট হবে। যা খুব গুরুত্বপূর্ণ। পূর্ব ভারত ও দেশে যা গুরুত্বপূর্ণ হবে। এখানে ১৫০০ কোটি টাকা লগ্নি হচ্ছে।''
advertisement
5/6
এরপরই স্বাস্থ্যসাথী নিয়ে মমতা বলেন, ''স্বাস্থ্যে আমাদের রাজ্য বিপ্লব এনেছে। আমাদের স্বাস্থ্যসাথী স্কিমের সুফল পায় পরিবার। বাড়ির মহিলার নামে এটা হয়। আর এই কার্ডে কোনও শর্ত নেই। ১২ হাজার কোটি এখনও অবধি আমরা খরচ করেছি, স্বাস্থ্য ক্ষেত্রের এই অংশে। প্রায় ৩২ হাজার শিশুকে আমরা শিশুসাথী প্রকল্পে বিনামূল্যে অপারেশন করে দিয়েছি। ২ কোটি ৩০ লাখের বেশি মানুষের চোখের চিকিৎসা করিয়েছি।''
advertisement
6/6
তৃণমূল জমানায় স্বাস্থ্য পরিষেবার উন্নতির কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''১৪টি নতুন মেডিক্যাল কলেজ আমাদের সরকার করেছে। ৪২ সুপার স্পেশালিস্ট হাসপাতাল হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট করা হয়েছে। ৭১ এসএনসিইউ করেছি। ১৩ হাজার ৩৯২ সুস্বাস্থ্য কেন্দ্র গ্রামে গ্রামে করেছি। আগামী বছর আরও ১২ হাজার করব। সিসিইউ, এইচডিইউ, ১৪ মাদার ও চাইল্ড হাব, ১১৭ ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ফেয়ার প্রাইস ডায়গনাস্টিক সেন্টার করেছি। কর্ড ব্লাড ব্যাংক আমরা করেছি।''
বাংলা খবর/ছবি/কলকাতা/
Devi Shetty Hospital: কলকাতায় গরীব মানুষের জন্য দেশের অন্যতম বড় মাল্টিসুপার হাসপাতাল গড়ছেন দেবী শেঠি, শিলান্যাস মমতার! কী কী চিকিৎসা হবে, কত চাকরি হবে এই হাসপাতালে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল