টরেন্টোতে দীপিকা কী করছেন ? ছবি বলছে সেই গল্প ! দেখে নিন
Last Updated:
টরেন্টোতে দীপিকা কী করছেন ? ছবি বলছে সেই গল্প ! দেখে নিন
advertisement
1/5

কোথায় আছেন বলিউডের চোখের মণি দীপিকা পাড়ুকোন ৷ কোথাও নেই তাঁর খোঁজ ৷ গুঞ্জন পাড়াতেও দীপিকাকে নিয়ে কথা হয় কম ৷ দীপিকা আছেন কোথায় ? হলিপাড়ার লোকজন অবশ্য দীপিকা এদিক-ওদিক দেখেছেন ৷ সঙ্গে হলি সুপারস্টার ভিন ডিজেল ৷ শ্যুটিংয়ের ফাঁকে নাকি ডিজেলের সঙ্গেই খোশমেজাজে সময় কাটাচ্ছেন দীপিকা ৷ তাহলে কি বলিউডকে ভুলেছেন তিনি ?
advertisement
2/5
এই দেখুন ! যেমন রটে, তেমনই বটে ৷ দীপিকার হলিউড ছবি ‘xxx’-এর শ্যুটিং ফ্লোর থেকে আসা খবর অনুযায়ী, শ্যুটিং চলছে জমজমাট ৷ ভিন ডেজেলের সঙ্গে একটু বেশিই মাখাে মাখো সম্পর্কে জড়িয়েছেন দীপিকা ৷ ভিন ডিজলেও, দীপিকাকে পেয়ে রয়েছেন বিন্দাস ৷ শ্যুটিং শেষে নাকি টরেন্টোর নাইট ক্লাবেও দেখা যাচ্ছে দীপিকা-ভিনকে !
advertisement
3/5
শুধু ভিন ডিজেল নয় ৷ ‘ট্রিপল এক্স’-এর অন্যান্য অভিনেতাদের সঙ্গেও ভাব জমিয়েছেন দীপিকা ৷ পার্টি করছেন, সেলফি তুলছেন ৷ নাইট ক্লাবে আড্ডাও দিচ্ছেন ৷ বলিউডকে তাহলে কি ভুলেই গিয়েছেন ? রণবীরকে নিয়ে কি কোনও চিন্তাই নেই দীপিকার মাথায় !
advertisement
4/5
শুক্রবার রাতে ভিন ডিজেলের বাড়িতে গিয়েছিলেন দীপিকা ৷ ডিজেলের পরিবারের সঙ্গে জমিয়ে আড্ডা মেরে, রাতের খাবার খেয়ে তবেই ফিরেছেন হোটেলে ৷ ডিজেলের বাড়ির লোকেরা দীপিকাকে পেয়ে তো দারুণ খুশি ৷ বাড়ির সিঁড়িতে বসে, ভিড় করে সেলফিও তুলেছেন দীপিকা ৷ সাদা পোশাকে দীপিকাকে দেখতে পাচ্ছেন তো ? ওই যে শেশ সারিতে বসে ৷
advertisement
5/5
তবে বলিউড যাই ভাবুক, লোকে যাই বলুক ৷ দীপিকার চোখ এখন গোটা বিশ্বে ৷ তাই ভিন ডিজেল ও দীপিকাকে নিয়ে রটে যাওয়া গুজব নিয়ে কোনও চিন্তাই করছেন না পাড়ুকোন কন্যা ৷ প্রেমিক নিয়ে গুজবের ব্যাপারে তিনি তো একেবারে সিদ্ধহস্ত ৷ দুই রণবীরকে নিয়ে দীপিকা কি, কম বিরক্ত ! তবুও দেখুন না, ভিন ডিজেলকে ‘টাকলু’ বলে রণবীর সিংও ভ্যালেন্টাইনস ডে -তে হাজির হয়েছিলেন টরোন্টোতে ৷