TRENDING:

Debjani Mukherjee Returns Home: চোখে কাজল, উঁচু করে বাঁধা খোঁপা, 'বটল গ্রিন' সালোয়ার! মা-কে দেখতে প্রকাশ্যে সারদা-কেলেঙ্কারির দেবযানী

Last Updated:
Debjani Mukherjee Returns Home: দীর্ঘ দিন পর বাড়ি এলেন সারদা কাণ্ডে ধৃত সংস্থার সেকেন্ড ইন কম্যান্ড দেবযানী মুখোপাধ্যায়। তবে পুরোপুরি মুক্ত নন তিনি, মা অসুস্থ থাকার কারণে ঘণ্টা ছয়ের জন্য প্যারোলে বাড়ি এলেন দেবযানী।
advertisement
1/8
চোখে কাজল, উঁচু করে বাঁধা খোঁপা, বটল গ্রিন সালোয়ার! সারদা-কেলেঙ্কারির দেবযানী...
১০ বছর পর প্রকাশ্যে সারদা দুর্নীতি মামলার দেবযানী মুখ্যোপাধ্যায়। অসুস্থ মা-কে দেখতে বিশেষ অনুমতি পেয়েই বাড়ি এলেন কোটি টাকার সারদা কেলেঙ্কারি মামলার অন্যতম মূল অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়।
advertisement
2/8
দীর্ঘ দিন পর বাড়ি এলেন সারদা কাণ্ডে ধৃত সংস্থার সেকেন্ড ইন কম্যান্ড দেবযানী মুখোপাধ্যায়। তবে পুরোপুরি মুক্ত নন তিনি, মা অসুস্থ থাকার কারণে ঘণ্টা ছয়ের জন্য প্যারোলে বাড়ি এলেন দেবযানী।
advertisement
3/8
যিনি বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক। সংশোধনাগার সূত্রে খবর, তার মা গুরুতর অসুস্থ। সম্প্রতি হাসপাতালের ভর্তি হতে হয়েছিল। এই অবস্থায় মাকে দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন দেবযানী।
advertisement
4/8
বিশেষ সিবিআই আদালত ও সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়। আদালত সেই আবেদনে সাড়া দেয়। এরপরই ছ’ঘণ্টার জন্য মাকে দেখতে যাওয়ার অনুমতি মেলে।
advertisement
5/8
রবিবার দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ সংশোধনাগারের গাড়ি এসে থামে ঢাকুড়িয়া মুখার্জি পাড়া লেনে। সদর রাস্তায় প্রিজন ভ্যান থেকে নেমে পায়ে হেঁটেই বাড়িতে ঢুকলেন দেবযানী।
advertisement
6/8
সেই ২০১৩ -এ পাড়া ছেড়ে জেলবন্দি। সেই দেবযানী আজ দশ বছর পর বাড়ি আসছে। খবর জেনে পাড়ার অনেককেই দেখা গেল বাড়ির দরজায় দাঁড়িয়ে দেবযানীকে দেখছেন। তখন বাড়ির ভিতরেও পুলিশি পাহাড়া।
advertisement
7/8
প্রসঙ্গত এই দশ বছরে বন্দিদশায় সংশোধনাগার থেকেই মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন দেবযানী। কখনও সখনও ভিডিও কলে মাকে দেখেছেন মেয়ে।
advertisement
8/8
কিন্তু অসুস্থ হওয়ার পর থেকেই মেয়েকে দেখার ইচ্ছা মায়ের। কিন্তু ভিডিও কলে তা সম্ভব হয়নি। তাই দেবযানী নিজেই প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Debjani Mukherjee Returns Home: চোখে কাজল, উঁচু করে বাঁধা খোঁপা, 'বটল গ্রিন' সালোয়ার! মা-কে দেখতে প্রকাশ্যে সারদা-কেলেঙ্কারির দেবযানী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল