DA Case: 'চলতি অর্থবর্ষে বাজেট বরাদ্দ নেই', ডিএ নিয়ে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের বড় আবেদন! চাওয়া হল সময়! কতদিন সময় চাইল রাজ্য জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
DA Case: রাজ্যের বক্তব্য, বকেয়া DA দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই।
advertisement
1/9

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় চাইল রাজ্য সরকার। সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকারের আইনজীবীর।
advertisement
2/9
রাজ‍্যের বক্তব‍্য, বকেয়া DA দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। একই সঙ্গে, যেহেতু আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের তরফে করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখার অনুমতি চাইল রাজ্য।
advertisement
3/9
কারণ কর্মচারীদের এই অর্থ দিয়ে দেওয়া হলে, পরবর্তী সময়ে যদি এই নির্দেশ রাজ্যের পক্ষে যায়, তাহলে টাকা উদ্ধার করা সম্ভব হবে না।
advertisement
4/9
এদিকে, ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নোটিস ধরিয়েছে মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। ২৫% বকেয়া দেওয়ার নির্দেশ কার্যকর হয়নি। সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে দেওয়া হয়নি ডিএ। তাই নোটিস দেওয়া হল মূল মামলাকারীদের তরফে।
advertisement
5/9
গত ১৬ মে ২৫% ডিএ মেটাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি-কে বকেয়া DA ৫০% মিটিয়ে দেওয়ার প্রস্তাব দেয় আদালত। সিংভি সমস্যার কথা বলে মামলা পিছোতে চাইলে ২৫% বকেয়া DA মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
advertisement
6/9
রাজ্য সুপ্রিম কোর্টে বকেয়া DA নিয়ে যে পরিসংখ্যান পেশ করে, তাতে ২৫% মানে প্রায় ১০৪০০ কোটি টাকা। কিন্তু সেই পরিমাণ ডিএ এখনও মেটায়নি রাজ্য সরকার। সেই কারণেই মূল মামলাকারীদের তরফে মলয় মুখোপাধ্যায় তাঁর আইনজীবী ফিরদৌস সামিম মারফত ইমেইল করে নোটিস পাঠালেন মুখ্যসচিব ও অর্থসচিবকে। তাঁদের যুক্তি, আদালত অবমাননাকর কাজ করছে রাজ্য। তাই নোটিস দেওয়া হয়েছে।
advertisement
7/9
সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ জমা রাখার আবেদন করে রাজ্য জানায়, যদি মামলার ফলাফলে রাজ্য জেতে, সেক্ষেত্রে বকেয়া ডিএ প্রদানের প্রয়োজন পড়বে না। সেই সময় লক্ষ লক্ষ সরকারী কর্মচারীদের ডিএ দেওয়া হয়ে গেলে, তা পুনরুদ্ধার করতে সমস্যায় পড়বে রাজ্য।
advertisement
8/9
রাজ্যের পাওনা কেন্দ্রের কাছে ১.৮৭ লক্ষ কোটি টাকা। দিনদিন বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পে রাজ্যে টাকা আসছে না। সেই সমস্ত জনকল্যাণ মূলক প্রকল্প রাজ্য একাই চালাচ্ছে, সেখানেও রাজ্যকে টাকা খরচ করতে হচ্ছে।
advertisement
9/9
রাজ্যের সংগৃহীত ট্যাক্স রেভিনিউর ১.৩ গুণ টাকা খরচ হয় বেতন, পেনশন এবং বিভিন্ন সুদ শোধ করতে। তারপরে বিভিন্ন সরকারি পরিবহণ বাবদ, পঞ্চায়েত, পুরসভা চালানোর খরচ রয়েছে। রাজ্য তার নিজস্ব আর্থিক কাঠামোয় কাজ করে, অন্য অনেক রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা। এখানকার কর্মীদের ডিএ রাজ্য তাই নিজস্ব কাঠামো মেনে দেবে।