DA Case: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় বড় মোড়! নোটিস মুখ্যসচিব-অর্থসচিবকে! অভিযোগ, 'মানা হয়নি সুপ্রিম কোর্টের ডেডলাইন'!
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
DA Case: গত ১৬ মে ২৫% ডিএ মেটাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি-কে বকেয়া DA ৫০% মিটিয়ে দেওয়ার প্রস্তাব দেয় আদালত।
advertisement
1/9

ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নোটিস। নোটিস ধরালো মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। ২৫% বকেয়া দেওয়ার নির্দেশ কার্যকর হয়নি। সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে দেওয়া হয়নি ডিএ। তাই নোটিস দেওয়া হল মূল মামলাকারীদের তরফে।
advertisement
2/9
গত ১৬ মে ২৫% ডিএ মেটাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি-কে বকেয়া DA ৫০% মিটিয়ে দেওয়ার প্রস্তাব দেয় আদালত। সিংভি সমস্যার কথা বলে মামলা পিছোতে চাইলে ২৫% বকেয়া DA মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
advertisement
3/9
রাজ্য সুপ্রিম কোর্টে বকেয়া DA নিয়ে যে পরিসংখ্যান পেশ করে, তাতে ২৫% মানে প্রায় ১০৪০০ কোটি টাকা। কিন্তু সেই পরিমাণ ডিএ এখনও মেটায়নি রাজ্য সরকার। সেই কারণেই মূল মামলাকারীদের তরফে মলয় মুখোপাধ্যায় তাঁর আইনজীবী ফিরদৌস সামিম মারফত ইমেইল করে নোটিস পাঠালেন মুখ্যসচিব ও অর্থসচিবকে। তাঁদের যুক্তি, আদালত অবমাননাকর কাজ করছে রাজ্য। তাই নোটিশ।
advertisement
4/9
ডিএ মামলা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মামলার রায়ের ওপর তাদের আর্থিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। তাই, সুপ্রিম কোর্টের প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি শুনানি তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
advertisement
5/9
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারী কর্মীদের জন্য স্বস্তির নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট প্রথমে আদালত রাজ্যকে বলে, ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিয়ে দিন। কিন্তু তারপর রাজ্যের অনুনয়েই সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনই দিয়ে দিতে হবে।
advertisement
6/9
এক্ষেত্রে, ২০০৯-এর পয়লা জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা পাওয়া যাবে। ৪ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ, এমনই নির্দেশ ছিল শীর্ষ আদালতের। সেই সময়সীমা পেরিয়ে যেতেই এবার মুখ্যসচিব ও অর্থ সচিবকে নোটিস দিল মূল মামলাকারীরা।
advertisement
7/9
প্রসঙ্গত, ২০১৭-র ৭ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৫% DA ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর DA মামলায়, ২০১৮ সালের ৩১ অগাস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয়, DA সরকারি কর্মীদের অধিকার। কীভাবে তা দেওয়া হবে, ২ মাসের মধ্যে নিষ্পত্তি করুক SAT।
advertisement
8/9
২০১৯-এর ২৬ জুলাই, SAT-এর তৎকালীন বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও সুরেশ কুমার দাস নির্দেশ দেন, ১ বছরের মধ্যে সরকারি কর্মীদের DA মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার তা না দেওয়ায় কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা করে ফের SAT-এর দ্বারস্থ হয়।
advertisement
9/9
২০১৯-এর অক্টোবরে SAT-এ রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। ২০২০-র ৮ জুলাই, রাজ্য সরকারের পিটিশন খারিজ করে SAT। তার পর রাজ্য সরকার আবেদন জানায় হাইকোর্টে। সেই মামলায় রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বকেয়া DA মিটিয়ে দিতে হবে। এরপর, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেখানেও আপাতত ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশই দেওয়া হয়।