Cyclonic Motion | IMD Weather: ভাইফোঁটায় কি বৃষ্টি হবে? সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত.. কোন কোন জেলা ভাসবে? সবটা পরিষ্কার জানিয়ে দিল আলিপুর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো! উৎসব তো এখনও বাকি৷ এই দিনগুলোয় কেমন থাকবে আবহাওয়া? নিম্নচাপের চোখরাঙানি শুরু হবে কবে থেকে? জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷
advertisement
1/6

আশঙ্কা ছিল৷ কিন্তু, কালীপুজো এবং দীপাবলিতে প্রভাব পড়ল না তেমন৷ আলোর আনন্দ মাটি করল না নিম্নচাপের বৃষ্টি৷ কিন্তু, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো! উৎসব তো এখনও বাকি৷ এই দিনগুলোয় কেমন থাকবে আবহাওয়া? নিম্নচাপের চোখরাঙানি শুরু হবে কবে থেকে? জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷
advertisement
2/6
মঙ্গলবার প্রতিপদ এবং বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। এই দু’দিন রাজ্যজুড়ে পালিত হবে ভাইফোঁটা৷ কিন্তু, আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ন’টি জেলায় হাল্কা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
advertisement
3/6
আসলে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামিকাল, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সেটি নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, তার পরে সেই নিম্নচাপ ক্রমশ এগোবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে৷ তারপরে অন্ধ্রপ্রদেশ উপকূলে এসে বৃহস্পতিবার তা পরিণত হবে গভীর নিম্নচাপে।
advertisement
4/6
মঙ্গলবার বিকেল থেকেই আংশিক মেঘলা আকাশ। বুধবার উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন জেলাতে।
advertisement
5/6
বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায়। হালকা ও মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং কিছুটা নদিয়া ও পূর্ব বর্ধমানে।
advertisement
6/6
বুধবার থেকে রাতের তাপমাত্রা বাড়বে কমবে দিনের তাপমাত্রা মেঘলা আকাশের কারণে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গে আপাতত পাঁচ দিন শুষ্ক আবহাওয়া তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই । শীতের আমেজ থাকবে।