Cyclonic Circulation: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! মরা রোদ..উধাও শীত, ফের ভাসবে দক্ষিণবঙ্গ! এবার কোন কোন জেলায় বৃষ্টি?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হাওয়া অফিসের মতে, উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাবে। পরিবর্তে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকবে সমুদ্রের দিক থেকে। সেই কারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বাড়বে তাপমাত্রাও।
advertisement
1/8

শীতের প্রকোপ কিছুটা হলেও কমতে শুরু করেছে পশ্চিমবঙ্গে৷ সকাল থেকেই মরা রোদ৷ মেঘলা আকাশ৷ আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, জানুয়ারি মাসের শেষ ও ফেব্রুয়ারির শুরুর দিকে ফের বৃষ্টি ফিরতে পারে কলকাতায়৷
advertisement
2/8
হাওয়া অফিসের মতে, উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাবে। পরিবর্তে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকবে সমুদ্রের দিক থেকে। সেই কারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বাড়বে তাপমাত্রাও।
advertisement
3/8
এ-বছর শীতের দাপট বেশ ভালই ছিল পশ্চিমবঙ্গে। উত্তর থেকে দক্ষিণে বিরাজ করেছে হাড়কাঁপানো ঠান্ডা। তার উপর কনকনে ঠান্ডার দোসর হয়েছে বৃষ্টি। মাঝে এই বৃষ্টি খানিক বিরতি নিলেও, আপাতত, শুক্রবার পর্যন্ত আবহাওয়ার এমনই অবস্থা থাকছে বলে সূত্রের খবর।
advertisement
4/8
বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার জেরে ফের বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণের বেশ কিছু জেলা। যার ফলে শীতের আমেজ ভন্ডুল হয়ে যাবে বলেই আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আলিপুর।
advertisement
5/8
বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়৷ তবে, সকালের দিকে বৃষ্টি হবে না বলেই সূত্রের খবর৷ সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। রাতের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে৷
advertisement
6/8
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কলকাতায় বৃষ্টি আরও বাড়বে। সেদিন কলকাতার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার কিছুটা কমবে বৃষ্টির মাত্রা। সেদিন কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার থেকে বৃষ্টি হবে না কলকাতায়।
advertisement
7/8
দক্ষিণের কম বেশি সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।
advertisement
8/8
অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।