Yaas in Kolkata: ধেয়ে আসছে দানব 'ইয়াস', কলকাতার উড়ালপুল নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
তালিকায় রয়েছে রয়েছে এজিসি বোস রোড, মা ফ্লাইওভার, চিংড়িঘাটা, তারাতলা, গার্ডেনরিচ উড়ালপুল।
advertisement
1/5

ওড়িশা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে ইয়াসের (Cyclone Yaas) দাপট। আর ইয়াসের ল্যান্ডফলের আগেই সতর্কতা বশত বন্ধ কলকাতার একাধিক উড়ালপুল। তার মধ্যে রয়েছে এজিসি বোস রোড, মা ফ্লাইওভার, চিংড়িঘাটা, তারাতলা, গার্ডেনরিচ উড়ালপুল।
advertisement
2/5
বন্ধ করে দেওয়া হয়েছে এজিসি বোস রোড উড়ালপুল।
advertisement
3/5
ইয়াসের আগেই বন্ধ মা ফ্লাইওভারও।
advertisement
4/5
আগাম সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে চিংড়িঘাটা উড়ালপুলও।
advertisement
5/5
আপাতত বন্ধ থাকছে গার্ডেনরিচ উড়ালপুল।