Cyclone Update: শক্তিশালী হচ্ছে ওড়িশার উপকূলের নিম্নচাপ, ভারী বৃষ্টির প্রবল সম্ভবনা, আতঙ্কের প্রহর গোনা শুরু
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Update: আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভবনা।
advertisement
1/9

#কলকাতা: শক্তিশালী হচ্ছে ওড়িশার উপকূলের নিম্নচাপ। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে ও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
2/9
বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এটি কিছুটা দক্ষিণে ঝুঁকে রয়েছে। এই নিম্নচাপ আগামী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে কোটা- গুনা হয়ে রায়পুর ও ভবানীপাটনা হয়ে ওড়িশার নিম্নচাপের মধ্যে দিয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরব সাগর উপকূলে একটি অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গুজরাত থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
3/9
কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি না হলে জলীয় বাষ্প বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি হবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। Photo- Representative
advertisement
4/9
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ১.২ মিলিমিটার। Photo- Representative
advertisement
5/9
বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা ভারী বৃষ্টি সম্ভবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় মেঘলা আকাশ থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। Photo- Representative
advertisement
6/9
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। নিচের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা তুলনামূলকভাবে কম। তাপমাত্রা একই থাকবে তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভবনা আপাতত নেই। Photo- Representative
advertisement
7/9
পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে। তাই আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা আগামী কাল অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। Photo- Representative
advertisement
8/9
আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভবনা। গুজরাত রিজিয়ন ঘাট পর্বতমালা এলাকা মুম্বই সহ মধ্য মহারাষ্ট্র এবং কঙ্কন ও গোয়াতে। সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তেলেঙ্গানা ও বিদর্ভ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪-৫ দিন ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাত, কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশে -র ইয়ানাম, তেলেঙ্গানা, কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা।Photo- Representative
advertisement
9/9
আজও কাল উত্তরাখণ্ডে এবং বৃহস্পতিবার হিমাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা চণ্ডিগড়, রাজস্থান সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে।Photo- Representative Input- BISWAJIT SAHA