Cyclone Update: ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগরে, আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ, বইবে ঝোড়ো হাওয়া, উপকূলের জেলায় বৃষ্টি
- Published by:Debalina Datta
Last Updated:
শুক্রবার নাগাদ নিম্নচাপ পরিণত হয়ে এটি ক্রমশ ওড়িশা তে প্রবেশ করবে। এর প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে।
advertisement
1/8

#কলকাতা: ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগর। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে শুক্র ও শনিবার উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বইবে হালকা ঝোড়ো হাওয়া। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ সরাসরি প্রভাব ফেলবে না বাংলায়। Photo Courtesy- IMD/Satellite Image
advertisement
2/8
আজ বুধবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবার সম্ভবনা। শুক্রবার নাগাদ নিম্নচাপ পরিণত হয়ে এটি ক্রমশ ওড়িশা তে প্রবেশ করবে। এর প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলাতেও। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া , বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অংশে।Photo Courtesy- IMD/Satellite Image
advertisement
3/8
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভবনা। শুক্র - শনিবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
advertisement
4/8
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২.৭ মিলিমিটার।
advertisement
5/8
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শনিবার থেকে বৃষ্টি র সম্ভবনা ফের বাড়বে।
advertisement
6/8
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুক্র শনিবার বৃষ্টির পরিমান বাড়বে। উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
7/8
মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর হিসার গোরখপুর পাটনা জামশেদপুর, কাঁথি হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে কর্নাটক উপকূল এলাকায়।
advertisement
8/8
আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কর্নাটক, কেরল ও মাহেতে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভবনা। ভারী বৃষ্টি হবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে বিদর্ভ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ,ওড়িশা, ঝাড়খন্ড মধ্য মহারাষ্ট্র, কঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং তেলেঙ্গানাতে। Input- BISWAJIT SAHA