Cyclone Michaung Rain Update: ফুঁসছে মিগজাউম! এই শব্দের অর্থ কী? এই ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা-সহ আর কোথায় বৃষ্টি হবে? জানুন পূর্বাভাস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Cyclone Michaung Rain Update: ফুঁসতে থাকা ঘূর্ণিঝড় মিগজাউম নিয়ে সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন
advertisement
1/7

ফুঁসতে থাকা ঘূর্ণিঝড় মিগজাউম নিয়ে সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। মঙ্গলবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যবর্তী অংশ দিয়ে বয়ে যাবে।
advertisement
2/7
আবহবিদদের ধারণা, ঘূর্ণিঝড়ের জেরে ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায ১০০ কিমি। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ওড়িশা এবং সে রাজ্যের উপকূলীয় অংশে বৃষ্টিপাত হতে পারে।
advertisement
3/7
এই ঘূর্ণিঝড়ের ‘মিগজাউম’ নামকরণ করেছে মায়ান্মার। এই শব্দের অর্থ শক্তি বা প্রতিরোধ।
advertisement
4/7
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন দিন বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগের দাপট বেশি হবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়।
advertisement
5/7
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। সেদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
advertisement
6/7
বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের মুখে বৃষ্টি থেকে রেহাই নেই কলকাতারও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার উপকূলবর্তী জেলা-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানা গিয়েছে।
advertisement
7/7
শীত জাঁকিয়ে পড়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে মিগজাউম এবং এর জেরে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে। পাশাপাশি পূর্বাভাস, আগামী কয়েক দিন তাপমাত্রা একই রকম থাকবে।