advertisement
1/6

ঘূর্ণিঝড় ফণীর প্রভাব এবার রেল পরিষেবায় ৷ বাতিল একাধিক লোকাল ট্রেন ৷ শুক্রবার বিকেল ৩টে থেকে রাত বারোটা এবং এমনকি শনিবার সকাল ৬টা পর্যন্ত বাতিল ট্রেনের তালিকা ঘোষণা করল পূর্ব রেলওয়ে ৷ওড়িশায় তাণ্ডব চালানোর পর এবার ফণী পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পথে। দাঁতন, ঝাড়গ্রাম হয়ে সন্ধের মধ্যেই রাজ্যে প্রবেশ। ফণীর দাপট বাড়বে গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত। রাতভর কলকাতা সহ জেলায় তাণ্ডব চালানোর পর শনিবার সন্ধেয় বাংলাদেশের দিকে সরবে ফণী।
advertisement
2/6
ওড়িশা থেকে উত্তর-পূর্ব দিক হয়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ফণীর আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় ৷ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১৫ কিলোমিটার ৷ ঝড়ের ভয়াবহ তাণ্ডবের আশঙ্কায় আগেভাগেই ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে ৷
advertisement
3/6
শিয়ালদহ ক্যানিং রুটে বাতিল ৮টি লোকাল ৷ শিয়ালদহ ডায়মন্ডহারবার সেকশনে বাতিল ৬টি লোকাল ৷ শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর রুটে বাতিল করা হয়েছে ৮টি লোকাল ট্রেন ৷
advertisement
4/6
শিয়ালদহ বারুইপুর রুটে বাতিল ২টি ট্রেন ৷ লক্ষ্মীকান্তুপুর নামখানা রুটে বাতিল করা হয়েছে ৫টি লোকাল ট্রেন ৷ নামখান থেকে লক্ষ্মীকান্তপুর গামী ৭টি লোকাল বাতিল ৷
advertisement
5/6
শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ রুটে বাতিল করা হয়েছে ৬টি ট্রেন ৷ হাসনাবাদ থেকে শিয়ালদহ-বারাসতগামী ৪টি লোকাল ট্রেন বাতিল ৷
advertisement
6/6
একইসঙ্গে পূর্ব রেলওয়ে জানিয়েছে ভোর ৬টা অবধি বাতিল থাকবে বহু ট্রেন ৷ এমনকি ৪ তারিখ অর্থাৎ শনিবারও আবহাওয়ার পরিস্থিতি দেখেই রেল পরিষেবা নিয়ে সিদ্ধান্ত নেবে পূর্ রেলওয়ে ৷ হাওয়ার গতিবেগ ৫০ কিমির উপর থাকলে আগামিকালও অনিয়মিত থাকবে রেল পরিষেবা ৷