Cyclone Dana Effect Start: আকাশ ঢাকল কালো মেঘে, তুমুল বৃষ্টি সাইক্লোন দেখাবে বড় খেলা
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Cyclone Dana Effect Start: সাইক্লোন দানার বড়সড় এফেক্ট শুরু, বুঝতে পারছেন বড় হামলা কীভাবে হবে
advertisement
1/6

গভীর নিম্নচাপ সকালবেলাতেই আশঙ্কার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে৷ আর খেলা শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড়৷ কলকাতাতে শুরু তুমুল বৃষ্টি৷ এরপর পরিস্থিতি আরও খারাপ হবে৷ Photo- Representative
advertisement
2/6
বৃষ্টি শুরু হল মেছেদা ও পাঁশকুড়া এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হল বৃষ্টি , সঙ্গে ঝোড়ো হওয়া , কালো মেঘে ঢেকেছে এলাকা ।
advertisement
3/6
সন্দেশখালি জুড়ে NDRF মাইকিং শুরু করল সকাল থেকে । সন্দেশখালি ও ধামাখালিতে । সঙ্গে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে সন্দেশখালিতে । দানা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে রায়দিঘিতে শুরু হল বৃষ্টি।
advertisement
4/6
ওড়িশাতে ল্যান্ডফল। ভিতরকণিকা ও ধর্মার মাঝে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা দানার। তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে গতিবেগ থাকবে সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায়।
advertisement
5/6
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বাঁক নিয়েছে দানা। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক ছেড়ে এখন শুধুই উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামীকাল সকালের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
advertisement
6/6
পারাদ্বীপ থেকে ৫২০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৬০০ কিলোমিটার দূরে। এবং বাংলাদেশের খেপি পাড়া থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। Input- Anupam Saha, Anis Uddin Molla, Biswajit Saha