TRENDING:

Shatarup Ghosh Wedding|| মুচকি হেসে পহেলির গলায় মালা, বাম নেতা শতরূপের ছবিতে চুরমার লাখো তরুণী-মন, ভাইরাল ছবি

Last Updated:
Shatarup Ghosh Paheli Saha Wedding Photos: সিপিআইএম যুবনেতা শতরূপ ঘোষের বিয়ে। আশুতোষ কলেজ থেকে চলছিল প্রেম। দীর্ঘ প্রেমের শেষে প্রেমিকা পহেলি সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কমরেড।
advertisement
1/12
মুচকি হেসে পহেলির গলায় মালা, বাম নেতা শতরূপের ছবিতে চুরমার লক্ষ লক্ষ তরুণী-মন
*হাতে মালা, সামনে পহেলি, বাম নেতা শতরূপের মালাবদলের ছবিতে লক্ষ লক্ষ তরুণী-মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ভাইরাল হয়েছে তাঁর সেই ভিডিও। 
advertisement
2/12
*সিপিআইএম যুবনেতা শতরূপ ঘোষের বিয়ে। আশুতোষ কলেজ থেকে চলছিল প্রেম। দীর্ঘ প্রেমের শেষে প্রেমিকা পহেলি সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কমরেড।
advertisement
3/12
*শতরূপের স্ত্রী পহেলি সাহা টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তবে শতরূপ পহেলির প্রেম রাজনীতির ময়দানেই।
advertisement
4/12
*কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, কেবল সইসাবুদ করেই বিয়ে সেরেছেন দু-জনে। সিপিআইএম-এর রাজনৈতিক নেতা থেকে টলিপাড়ার একাধিক মানুষ উপস্থিত ছিলেন বিয়েতে।
advertisement
5/12
*শতরূপ-পহেলি দুজনেরই বন্ধু ঊষসী। বন্ধুর বিয়ের খুশির মুহূর্তের ছবি শেয়ার করলেন নেটমাধ্যমে।
advertisement
6/12
*বিয়ে বাড়িতে শতরূপ-পহেলি একে অপরের সঙ্গে আংটি বদল করেন।
advertisement
7/12
*শতরূপ পহেলি একে অপরের সঙ্গে সেরে নেন মালাবদল।
advertisement
8/12
*বাম নেতার মালাবদলের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে মুচকি হেসে প্রেমিকা পহেলির গলায় মালা পরিয়ে দিচ্ছেন শতরূপ। শেষে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন দু'জনে।
advertisement
9/12
*শতরূপ-পহেলির বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক অনীক দত্ত।
advertisement
10/12
*শতরূপের বিয়েতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।
advertisement
11/12
*শতরূপ -পহেলির বিয়েতে উপস্থিত ছিলে সস্ত্রীক ফুয়াদ হালিম। ছবিঃ ফেসবুক।
advertisement
12/12
*সিপিআইএম-এর বর্ষীয়ান নেতারা উপস্থিত ছিলেন নবদম্পতিকে আশীর্বাদের জন্য।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Shatarup Ghosh Wedding|| মুচকি হেসে পহেলির গলায় মালা, বাম নেতা শতরূপের ছবিতে চুরমার লাখো তরুণী-মন, ভাইরাল ছবি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল