Coronavirus Alert Bengal: ফের হু হু করে বাড়ছে Covid-19, বাংলায় একদিনে আক্রান্ত ১৩৯! চিন্তা বাড়াচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগণা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Coronavirus Alert Bengal: উদ্বেগ বাড়াচ্ছে বাংলার সংক্রমণের গ্রাফ। গত তিনমাসেরও বেশি সময় পর ইতিমধ্যে দুদিন আগেই বাংলায় সংক্রমণ ১০০ ছাড়িয়েছে। কিন্তু সেখানেই থেমে থাকেনি কোভিড গ্রাফ।
advertisement
1/6

রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ! দ্রুত লাফিয়ে বাড়ছে পরিসংখ্যান। প্রসঙ্গত, গোটা দেশেই প্রত্যেকদিন সংক্রমণ হু হু করে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কয়েকটি রাজ্যের পরিস্থিতি রীতিমতো ভয় বাড়াচ্ছে। সেই দিক থেকে খুব স্বস্তিতে নেই বাংলাও। উদ্বেগ বাড়াচ্ছে বাংলার সংক্রমণের গ্রাফ। গত তিনমাসেরও বেশি সময় পর ইতিমধ্যে দুদিন আগেই বাংলায় সংক্রমণ ১০০ ছাড়িয়েছে। কিন্তু সেখানেই থেমে থাকেনি কোভিড গ্রাফ।
advertisement
2/6
যদিও ইতিমধ্যে সতর্ক স্বাস্থ্যদফতর। নেওয়া হয়েছে সতর্কতা। গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্ত ১৩৯। যেখানে শুক্রবার করোনা সংক্রমিত হয়েছিলেন ১০৭ জন। এক ধাক্কায় শনিবার অনেকটাই বেড়ে গিয়েছে কোভিড গ্রাফ। এই নিয়ে রাজ্যে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০,২০,১৭৩।
advertisement
3/6
তবে স্বস্তির খবর গত ২৪ ঘন্টায় রাজ্যে কোনও মৃত্যু হয়নি। তবে গত কয়েকদিন ধরেই মৃত্যু শূন্য বাংলা রয়েছে। এই ছবি স্বস্তিদায়ক বলছেন চিকিৎসকরা। তবে সংক্রমনের হার উদ্বেগের বলেই মনে করা হচ্ছে। রাজ্যে পজিটিভিটি রেট ১.০৫ শতাংশ।
advertisement
4/6
অন্যদিকে কলকাতা এবং উত্তর ২৪ পরগণা নিয়ে বাড়ছে উদ্বেগ। জানা যাচ্ছে, এই দুই জেলাতেই সংক্রমণ বাড়ছে। অন্যদিকে রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেস বেড়ে হয়েছে ৬৬২। অন্যদিকে হোম আইসোলেশনে রয়েছেন ৬৪৩ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন। তবে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫২ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। আর তা নিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯,৯৮, ৩০৬ জন।
advertisement
5/6
গত দুমাসে কড়া বিধিনিষেধে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছিল করোনা গ্রাফ। কিন্তু বেশ কয়েকদিন ধরে ক্রমশই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। শনিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৩২৯। অর্থাৎ ২৪ ঘণ্টায় ৮ হাজারেরও বেশি মানুষ দেশে আক্রান্ত। যা অবশ্যই উদ্বেগের বলেই মনে করছেন চিকিৎসকেরা।
advertisement
6/6
তিন হাজারেরও বেশী মানুষ শুধু মহারাষ্ট্ৰেই করোনা আক্রান্ত হয়েছেন। আর এরপরেই তালিকায় রয়েছে কেরল। প্রায় দুহাজারেরও বেশী মানুষ সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন। সেদিকে তাকালে বাংলায় সংক্রমণ স্বস্তিদায়ক হলেও সংক্রমণের বৃদ্ধি নিয়ে একটা উদ্বেগের জায়গা আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলত সাধারণের জন্য তাঁদের পরামর্শ সতর্কতা অবলম্বন করা ও দেশের করোনা বিধিনিষেধ অর্থ মাস্ক, স্যানিটাইজার নিয়ম ঠিকমতো পালন করে সুরক্ষিত থাকা।