Weather Update: সপ্তাহের শেষে 'হাওয়াবদল'! ফের বৃষ্টি... আবহাওয়া কেমন থাকবে কালীপুজো, ভাইফোঁটার দিনে?
- Published by:Tias Banerjee
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
উইকেন্ডে হাওয়াবদল। বাংলায় বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল ছয় জেলাতে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
1/9

দুর্গাপুজোয় বৃষ্টি হয়েছে। কালীপুজোয় যাতে আনন্দ মাটি না হয়, অনেকেই জেনে নিতে চাইছেন আবহাওয়া কেমন থাকবে! কারণ বাজি পোড়াতে গেলে রৌদ্রজ্জ্বল দিন ছাড়া চলে না! সব মিইয়ে যাবে যে! আসুন, জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতর কী পূর্বাভাস দিচ্ছে। সেই সঙ্গে জেনে নেওয়া যাক আগামী সপ্তাহের আবহাওয়াও।
advertisement
2/9
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো ও ভাইফোঁটার সময় আকাশ থাকবে সম্পূর্ণ ঝলমলে। সেই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালবেলা দু-এক জায়গায় সামান্য কুয়াশা এবং ধোঁয়াশা দেখা দিতে পারে, তবে তা মূলত পার্বত্য ও উপকূল সংলগ্ন জেলাগুলিতেই সীমিত থাকবে। বাকি সমস্ত জেলায় আকাশ থাকবে পরিষ্কার। জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে বলেও জানিয়েছে দফতর।
advertisement
3/9
তবে সপ্তাহের শেষ দিকে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শনিবার এবং রবিবার রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছয়টি জেলায় আজ ও কাল আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রপাত ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
4/9
উত্তরবঙ্গে শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
advertisement
5/9
দক্ষিণবঙ্গেও শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরও বাড়বে। সেই দিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
advertisement
6/9
কলকাতায় আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের উপরে রয়েছে। আজ এবং কাল শহরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/9
শনিবার বা রবিবারের মধ্যে কোনও একদিন খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার কালীপুজোর দিন এবং মঙ্গলবার ভাইফোঁটার দিনে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও আশঙ্কা নেই।
advertisement
8/9
আজ, অর্থাৎ শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।
advertisement
9/9
সার্বিকভাবে বলা যায়, উৎসবের দিনগুলোয় আকাশ থাকবে ঝলমলে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে রাজ্যের উত্তর ও দক্ষিণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কলকাতায় হালকা গরম ও আর্দ্রতা থাকলেও, কালীপুজো ও ভাইফোঁটার দিন আকাশ পরিষ্কারই থাকবে — আলো, আতসবাজি আর আনন্দে মেতে উঠবে শহর।