TRENDING:

Durga Puja Restrictions 2021: শুধু মণ্ডপেই 'নো এন্ট্রি' নয়, এবারের পুজোয় আরও যে নিয়মগুলি মানতেই হবে...

Last Updated:
Durga Puja Restrictions 2021: রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছে, গত বছরের মতো এবারও মণ্ডপে 'নো এন্ট্রি' রাখার নির্দেশ দেওয়া হলে কোনও আপত্তি নেই। এরপরই দুর্গাপুজো নিয়ে গত বছরের নির্দেশিকাই বলবৎ রাখা হয়।
advertisement
1/5
শুধু মণ্ডপেই 'নো এন্ট্রি' নয়, এবারের পুজোয় আরও যে নিয়মগুলি মানতেই হবে...
গত বছরের মতো এ বছরও দুর্গাপুজো এবং কালীপুজোর মণ্ডপে ঢুকতে পারবেন না কোনও দর্শনার্থী। মণ্ডপের বাইরে থেকেই তাঁদের প্রতিমা দর্শন করতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছে, গত বছরের মতো এবারও মণ্ডপে 'নো এন্ট্রি' রাখার নির্দেশ দেওয়া হলে কোনও আপত্তি নেই। এরপরই গত বছরের নির্দেশিকা বলবৎ রাখে আদালত।
advertisement
2/5
করোনাভাইরাস পরিস্থিতিতে অবশ্য গতবারের মতো এবারও মণ্ডপের মধ্যে সীমিত সংখ্যক উদ্যোক্তাদের প্রবেশের অনুমতি থাকছে। এছাড়া বড় পুজো মণ্ডপগুলির মধ্যে সর্বাধিক ২৫ জন প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে আদালত।
advertisement
3/5
ছোট পুজো মণ্ডপগুলির অবশ্য সেই সংখ্যাটা কমে হবে ১২। পুজোর আগেই প্রতিটি কমিটিকে সেই অনুযায়ী একটি তালিকা তৈরি করতে হবে। যাঁরা মণ্ডপের ভিতরে প্রবেশ করবেন, তাঁদের করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধি মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
4/5
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, গত বছরের মতোই কোভিড পরিস্থিতির কারণে এবারও বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করা হোক। বিধিনিষেধের আর্জি জানিয়ে এবারও হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই রাজ্য সরকারের তরফে হলফনামা পেশ করে জানানো হয়, মণ্ডপে 'নো এন্ট্রি' রাখার নির্দেশ দেওয়া হলে কোনও আপত্তি নেই।
advertisement
5/5
হাইকোর্টের নির্দেশে জানানো হয়েছে, প্রতিটি মণ্ডপের বাইরে ব্যারিকেড করে দিতে হবে। ছোট মণ্ডপের ক্ষেত্রে পাঁচ মিটার দূরে ব্যারিকেড করতে হবে। আর বড় মণ্ডপের ক্ষেত্রে সেই ব্যারিকেডের দূরত্ব হতে হবে ১০ মিটার। অঞ্জলি ও সিঁদুর খেলার উপরও গত বছরের মতোই নিষেধাজ্ঞা বজায় রইল এবারও।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Durga Puja Restrictions 2021: শুধু মণ্ডপেই 'নো এন্ট্রি' নয়, এবারের পুজোয় আরও যে নিয়মগুলি মানতেই হবে...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল