TRENDING:

Buddhadeb Bhattacharjee Death: ‘মাস্টারমশাইয়ের মহাপ্রয়াণ’, প্রথম মাসে বেতন ১১৩ টাকা! এই স্কুলেরই শিক্ষক ছিলেন বুদ্ধদেব, জানেন কোন বিষয় পড়াতেন তিনি?

Last Updated:
Buddhadeb Bhattacharjee Death: বছর কয়েকের শিক্ষক জীবনে ছাত্রদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখন যেখানে প্রধান শিক্ষকের রুম, সেই সময় সেটি ছিল শিক্ষক রুম বা স্টাফ রুম। সেই ঘরেই মিলল বুদ্ধবাবুর স্মৃতি বিজড়িত সরকারি মাইনে তোলার রেজিস্ট্রার।
advertisement
1/8
প্রথম মাসে বেতন ১১৩ টাকা! এই স্কুলের শিক্ষক ছিলেন বুদ্ধদেব, কোন বিষয় পড়াতেন?
বছর খানেক আগেই বাংলা সাহিত্যে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন। সঙ্গে চলছে রাজনীতি। এর মধ্য দিয়েই এল ১৯৬৮। মার্চ মাস বাংলা শিক্ষক হিসেবে সরকারি চাকরি পেলেন তিনি। দমদম শেঠ বাগান আদর্শ বিদ্যামন্দির। সাদা ধুতি ও পাঞ্জাবি পরে এক তরতাজা যুবক এলেন বাংলা পড়াতে।
advertisement
2/8
বছর কয়েকের শিক্ষক জীবনে ছাত্রদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তিনি প্রয়াত। এমন দিনে ভারাক্রান্ত আদর্শ বিদ্যামন্দিরের ক্লাস রুম। এখন যেখানে প্রধান শিক্ষকের রুম, সেই সময় সেটি ছিল শিক্ষক রুম বা স্টাফ রুম। সেই ঘরেই মিলল বুদ্ধবাবুর স্মৃতি বিজড়িত সরকারি মাইনে তোলার রেজিস্ট্রার।
advertisement
3/8
এখন যেখানে প্রধান শিক্ষকের রুম, সেই সময় সেটি ছিল শিক্ষক রুম বা স্টাফ রুম। সেই ঘরেই মিলল বুদ্ধবাবুর স্মৃতি বিজড়িত সরকারি মাইনে তোলার রেজিস্ট্রার।
advertisement
4/8
যেখানে ১৯৬৮ সালের মার্চ মাসে ২২০ টাকা মাসিক বেতনে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন, রয়েছে সেই বেতনের অঙ্ক লেখা। প্রথম মাসে উনি বেতন পেয়েছিলেন ১১৩ টাকা। সই করে সেই টাকা তিনি নিয়েছিলেন। আজ স্মৃতিতে সেই রেজিস্ট্রার। নকশাল আমল। ৭০ এর দশকে নভেম্বর মাস।
advertisement
5/8
সই করে সেই টাকা তিনি নিয়েছিলেন। আজ স্মৃতিতে সেই রেজিস্ট্রার। নকশাল আমল। ৭০ এর দশকে নভেম্বর মাস।
advertisement
6/8
বুদ্ধবাবু কোনও স্যালারি বা মাসিক বেতন তোলেন নি। তাহলে কী ওই মাসে উনি স্কুলে আসেননি? এমন নানা স্মৃতিতে জড়িয়ে শেঠ বাগান আদর্শ বিদ্যামন্দির। হোক না মাত্র বছর তিন বা চার। স্কুল করিডোর, ক্লাস রুম আজ ভারাক্রান্ত। গুম মেরে আছে তাদের এক সময়ের যুবক বাংলা শিক্ষকের প্রয়ানের খবরে।
advertisement
7/8
স্কুল করিডোর, ক্লাস রুম আজ ভারাক্রান্ত। গুম মেরে আছে তাদের এক সময়ের যুবক বাংলা শিক্ষকের প্রয়ানের খবরে।
advertisement
8/8
৮০ এর দশকে তিনি যখন ক্যাবিনেট মন্ত্রী তখন তার সমসাময়িক কয়েকজন শিক্ষক স্কুলের বিষয় নিয়ে তার কাছে গেছেন। নিরাশ করেননি। আজ তাঁর প্রয়ানে শোক প্রস্তাব ও নীরবতা পালন করেই ছুটি হয়ে গেছে স্কুল। আরও নীরবতা নেমে এসেছে স্কুল জুড়ে। ক্লাসরুম যেন একান্তেই বলে যাচ্ছে বাংলার মাস্টারমশাই ভাল থাকবেন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Buddhadeb Bhattacharjee Death: ‘মাস্টারমশাইয়ের মহাপ্রয়াণ’, প্রথম মাসে বেতন ১১৩ টাকা! এই স্কুলেরই শিক্ষক ছিলেন বুদ্ধদেব, জানেন কোন বিষয় পড়াতেন তিনি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল