Dilip Ghosh Exclusive: আর কয়েকঘণ্টা, তারপরেই গাঁটছড়া বাঁধবেন দিলীপ-রিঙ্কু! নিউটাউনের বাড়িতে হাজির নেতারা, দিলেন উপহারও... দেখুন ছবি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
দলের নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছিলেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ দলের সাংগঠনিক পদাধিকারীরা। বিয়ের আসরে থাকতে পারবেন না সুকান্ত মজুমদার। তাই সকালেই শুভেচ্ছা পর্ব সেরে গেলেন। সংঘের প্রচারক হলেও কোন শর্তে বিয়ে করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানালেন তিনি।
advertisement
1/6

এ এক ঐতিহাসিক দিনই বটে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দিলীপ ঘোষ। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়ির উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আসর।
advertisement
2/6
দলের নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছিলেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ দলের সাংগঠনিক পদাধিকারীরা। বিয়ের আসরে থাকতে পারবেন না সুকান্ত মজুমদার। তাই সকালেই শুভেচ্ছা পর্ব সেরে গেলেন। সংঘের প্রচারক হলেও কোন শর্তে বিয়ে করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানালেন তিনি।
advertisement
3/6
রিঙ্কু ইতিমধ্যে বলেছিলেন, 'সেপ্টেম্বরের মাঝামাঝি আমার সেটলমেন্টের কথা যখন ভাবি, তখন ওঁকে প্রস্তাব দিই। আমার মানদণ্ড ছিল, নিউ টাউনের মধ্যে হতে হবে, আমার রাজনৈতিক কেরিয়ারকে সে মেনে নেবে। এরকম নানা কিছু ভাবতে ভাবতে ওঁর কথা মাথায় আসে। উনি আমার নির্বাচনী এলাকার মধ্যেই মোস্ট এলিজেবল ব্যাচেলর। রাজনৈতিক মানুষরা যেমন হন, উনি তেমন না। উনি খুবই ভাল মানুষ। খুবই সৎ, বলিষ্ঠ। এগুলো খুবই ভাল লাগত, তখন ভাবলাম ওঁকে প্রস্তাব দিতে পারি।'
advertisement
4/6
দিলীপের বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। রাজ্য বিজেপির নেতারা শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
5/6
দিলীপ ঘোষের তরফেও তাঁর মায়ের মাধ্যমে সুকান্ত মজুমদার ও অন্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
advertisement
6/6
মায়ের অনুমতি নিয়েই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ। এদিন দিলীপ-জননীর আশীর্বাদ নেন দলের অন্য নেতারাও। (ছবি ও প্রতিবেদন ভেঙ্কটেশ্বর লাহিড়ী)