Big Weather Update: টানটান উত্তেজনা! ইস্টবেঙ্গল না মোহনবাগান, মাঠের ডার্বির ঝড় রুখবে বৃষ্টিপাত! মেগা ওয়েদার আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Big Weather Update: মেঘলা আকাশ। সকালেও হয়ে গিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে কি কলকাতার ডার্বি ম্যাচের হৃৎস্পন্দন থামিয়ে দিতে পারে 'আহাম্মক' বৃষ্টি? উত্তর জানিয়ে Big Update দিল আবহাওয়া দফতর।
advertisement
1/10

বাঙালির আবেগ আজ মাঠে। দীর্ঘ দু-বছরের বিরতির পর আজ ফের মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। ডার্বির অপেক্ষায় প্রহর গুনছে রবিবারের কলকাতা। বড় ম্যাচের আগে আবেগে ফুটছে রাজ্যের ফুটবলপ্রেমীরা।
advertisement
2/10
এদিকে আকাশের অবস্থা তেমন ভালো নয়। মেঘলা আকাশ। সকালেও হয়ে গিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে কি কলকাতার ডার্বি ম্যাচের হৃৎস্পন্দন থামিয়ে দিতে পারে 'আহাম্মক' বৃষ্টি? উত্তর জানিয়ে দিল আবহাওয়া দফতর।
advertisement
3/10
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার সকালে থেকেই মূলত মেঘলা আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।
advertisement
4/10
শনিবার ভারী বৃষ্টিতে ভেসেছে উত্তর কলকাতা। জলে অবরুদ্ধ হয়েছিল শহরের একাংশ। বৃষ্টির জেরে ডার্বির আগের প্র্যাকটিস বাতিল করতে হয় ইস্টবেঙ্গলের ফুটবলারদের। তারপর থেকেই দু’দলের সমর্থকদের মনে আশঙ্কার কালো মেঘ। শেষে বৃষ্টি পণ্ড করবে না তো ম্যাচ?
advertisement
5/10
হাওয়া অফিস বলছে, তেমন কোনও আশঙ্কা আপাতত নেই। তবে দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের শহরতলি এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
advertisement
6/10
অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামিকাল অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি কমবে রাজ্যে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
7/10
উত্তরবঙ্গে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলছে হাওয়া অফিসের পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
8/10
দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। লাগাতার বৃষ্টির ফলে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমবে।
advertisement
9/10
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা।
advertisement
10/10
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতার শহরে বৃষ্টিপাতের পরিমাণ ৫৩.৫ মিলিমিটার।