টাকা না মিটিয়েই পালানোর চেষ্টা ! অভিনেত্রীকে হেনস্থার ঘটনায় পাল্টা অভিযোগ পাম্প কর্তৃপক্ষের
Last Updated:
advertisement
1/7

ফের অভিনেতাকে হেনস্থার অভিযোগ । অভিনেতার বৃদ্ধ বাবাকে ধাক্কা দেওয়ার অভিযোগ পেট্রেল পাম্প কর্মীদের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার অভিনেতা জুঁই সেনগুপ্ত ও তাঁর বোন। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
2/7
তবে যেটুকু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাতে দেখা যায় অভিনেতাই সপাটে চড় মারেন পেট্রোল পাম্পের এক কর্মীকে।
advertisement
3/7
গাড়িতে তেল ভরা নিয়ে বচসার শুরু। সেই বচসাই শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে । Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
4/7
রবিবার সকাল তখন সাড়ে নটা। রুবি মোড়ের এই পেট্রোল পাম্পে তেল ভরাতে যান অভিনেতা জুঁই সেনগুপ্ত। সঙ্গে ছিলেন তাঁর বাবা, মা ও বোন। অভিযোগ, গাড়িতে দেড় হাজার টাকার বদলে ২৫০০ টাকার তেল ভরে দেন পেট্রোল পাম্প কর্মী। তারপরই শুরু হয় বচসা। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
5/7
অভিনেতার অভিযোগ, তাঁর গাড়ির চাবি খুলে নেওয়া হয়। চাবি চাইতে গেলে অভিনেতার বাবাকে ধাক্কা দেওয়া হয়। হেনস্থা করা হয় অভিনেতা ও তাঁর বোনকেও । তবে যেটুকু সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে অভিনেতাই সপাটে চড় মারছেন পেট্রোল পাম্পের এক কর্মীকে। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
6/7
পেট্রোল পাম্প কর্তৃপক্ষের পালটা অভিযোগ, পুরো টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন অভিনেতা। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
7/7
১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানান অভিনেত্রী। ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। অভিযুক্ত পেট্রোল পাম্প কর্মীদের থানায় নিয়ে যাওয়া হয়। Photo Courtesy: Juhi Sengupta/Instagram