Cyclone Update: Bengal Weather Report | শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মোকা! বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব কবে থেকে? হাওয়া অফিসের আপডেটে তুমুল আলোড়ন
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Cyclone Update: Bengal Weather Report | আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত, বাংলায় কতটা প্রভাব?
advertisement
1/10

আজই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তবে এদিন থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। বাংলায় বাড়বে তাপমাত্রা, ফের ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ।
advertisement
2/10
শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে না, বরং তাপমাত্রা বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বেশ কিছু জেলাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে উঠতে পারে বলে অনুমান আবহবিদদের।
advertisement
3/10
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং-এ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে।
advertisement
4/10
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
advertisement
5/10
আমফানের স্মৃতি এখনও তাজা৷ মুছে যায়নি ইয়াসের ভয়ঙ্কর মুহূর্তগুলো৷ এরই মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। রবিবার অর্থাৎ ৭ মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ আরও ঘনীভূত হবে সোমবার। এরপর এই সিস্টেম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে, যার অভিমুখ থাকবে উত্তরে। মঙ্গলবার অর্থাৎ ৯ই মে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। ভারতের মৌসম ভবন সিস্টেমের উপর নজর রাখলেও এখনও তার গতিপথ সুনিশ্চিত নয়।
advertisement
6/10
কেমন হবে এর অভিমুখ? বিভিন্ন আন্তর্জাতিক মডেল অনুসারে, প্রাথমিকভাবে উত্তরমুখী হয়ে এই ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। ১০ অথবা ১১ই মে এটি গতিপথ পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে এর অভিমুখ হয়ে এটি আরও শক্তিশালী হবে। যা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করা হচ্ছে। এর অভিমুখ দক্ষিণ পূর্ব বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল হওয়ার সম্ভাবনা৷
advertisement
7/10
ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই সিস্টেমের নাম হবে মোকা। এই নামকরণ করেছে আরব সাগরের দেশ ইয়েমেন৷
advertisement
8/10
মোকার প্রভাবে পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে ইতমধ্যেই৷ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়ে ভেসেল না চালানোর পরামর্শও দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
9/10
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দুর্যোগপূর্ণ আবহাওয়ায শুরু হতে পারে রবিবার থেকেই৷ নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আন্দামানেও। রবিবার থেকে মঙ্গলবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জে। সঙ্গে বইবে তুমুল হাওয়া৷ সোমবার যার গতিবেগ ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
10/10
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্রে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের রবিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।