Bangla News: বাবার সঙ্গে বেরিয়েছিলেন মহিলা...হঠাৎই খুব কাছে এসে গেল বাইক, আরোহীর মুখ ঢাকা! শুধু একটা ব্যাগ ধরিয়ে দিল অপরাধীদের
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সাদা পোশাকে পুলিশ মোতায়েন করে সন্দেহভাজন এক বাইক আরোহীকে আটক করার চেষ্টা করেও বিফল হয়। কিন্তু সেই সময় সন্দেহভাজন বাইক থেকে পড়ে যাওয়া একটি ব্যাগের ভিতর থাকা বাইকের নম্বর প্লেটের সূত্র ধরেই ছিনতাইয়ের কিনারা করল পর্ণশ্রী থানার পুলিশ।
advertisement
1/5

[caption id="" align="alignnone" width="1200"] নম্বর প্লেটহীন বাইক থেকে পড়ে যাওয়া ব্যাগ থেকে মেলে ওই বাইক ও তার মালিকের নাম পরিচয়। পুলিশ জানতে পারে, বছর খানেক আগে সাউথ ট্রাফিক গার্ডে ওই বাইকের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের কেস হয়েছিল। সেই সময়ের ফোন নম্বরের সূত্র ধরে সাগ্নিক সাহা ওরফে বাবাইকে ধরে আনে পুলিশ। নতুন-পুরোনো সব মিলিয়ে দেখা হয় ৭৫টি সিসিটিভির ফুটেজ৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
2/5
[caption id="" align="alignnone" width="1200"] তাকে জিজ্ঞাসাবাদ করতেই অপরাধ কবুল করে সে। একইসাথে তার অপর দুই সঙ্গীর কথাও বলে পুলিশকে। এরপর আয়ুশ দত্ত ও আমির রহমানকে গ্রেফতার করা হয়। ধৃতদের ১৭ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু, বেহালার পর্ণশ্রী এলাকায় ঠিক কী করে বেড়াতে বাবাইরা? Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/5
[caption id="" align="alignnone" width="1200"] ঘটনার শুরু ১৮ এপ্রিল থেকে৷ বাবার সঙ্গে বেরিয়েছিলেন এক মহিলা৷ হঠাৎই মুখ ঢাকা অবস্থায় বাইকে চেপে এসে দুজন সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেন। ঘটনাটি ঘটে পারুই কাঞ্চন রোডে। একইধরনের অভিযোগ করেন আরও এক মহিলা... Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/5
[caption id="" align="alignnone" width="1200"] সেই মামলায় তাঁর বৃদ্ধা মাকে টার্গেট করা হয়েছিল। সেখানেও সেই সোনার চেন ছিনতাইয়েরই ঘটনা। দুটো ক্ষেত্রেই প্রায় একই রকম বিষয় সামনে আসে। দুই ক্ষেত্রেই অপরাধীদের মুখ ঢাকা ছিল। আর বাইকে করে এসে আচমকাই ছিনতাই করেছিল তারা। আর ক্লু ছিল নম্বরপ্লেট বিহীন বাইক। Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/5
পর পর ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিল পর্ণশ্রী এলাকার বাসিন্দাদের একাংশ। একের পর এক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছিল পর্ণশ্রী থানায়। সাদা পোশাকে পুলিশ মোতায়েন করে সন্দেহভাজন এক বাইক আরোহীকে আটক করার চেষ্টা করেও বিফল হয়। কিন্তু সেই সময় সন্দেহভাজন বাইক থেকে পড়ে যাওয়া একটি ব্যাগের ভিতর থাকা বাইকের নম্বর প্লেটের সূত্র ধরেই ছিনতাইয়ের কিনারা করল পর্ণশ্রী থানার পুলিশ। গ্রেফতার করা হল তিন ছিনতাইকারীকে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি সোনার চেন।