Durga Puja 2022|| ঢাকে পড়ল কাঠি, জন্মাষ্টমীর ভোরে বেলুড় মঠের দুর্গাপুজো প্রস্তুতিতে ভক্ত সমাগম
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Belur Math Durga Puja 2020 celebration: প্রথামাফিক প্রতি জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হয় এই দিনটিতে।
advertisement
1/5

*জন্মাষ্টমীর ভোরে বেলুড় মঠের দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ল। প্রথামাফিক প্রতি জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হয় এই দিনটিতে।
advertisement
2/5
*গত দু'বছর করোনার কারণে মহাপুজোর সমারোহে খামতি থাকলেও এ বছর সব সুদে মূলে উসুল করে নিতে চাইছে বেলুড় মঠ।
advertisement
3/5
*এ দিন ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির পর মন্দিরের ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো।
advertisement
4/5
*ফুল-ধূপের পাশাপাশি বৈদিক মন্ত্রোচারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হয়। বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো।
advertisement
5/5
*প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর সেটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়। এক কথায় আজ থেকেই বেলুড় মঠে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল।