TRENDING:

Bank Holidays List in West Bengal: মে মাসে প্রচুর দিন ব্যাঙ্ক বন্ধ, কবে সারবেন কাজ

Last Updated:
ফলে ছুটির দিনগুলি মাথায় রেখে তারপর ব্যাঙ্কের নিজের কাজগুলি প্ল্যান সেরে নিন৷ যাতে গরমে ফালতু বার না হতে হয়৷
advertisement
1/4
Bank Holidays : মে মাসে প্রচুর দিন ব্যাঙ্ক বন্ধ, কবে সারবেন কাজ
#কলকাতা: প্রবল গরমের মে মাস শুরু হয়েছে৷ এই অবস্থায় গরমে কোনও কাজ করতে বেরোতে হলে একেবার জীবন শেষ হয়ে যায়৷ তাই প্ল্যানিং করেই মানুষ কাজকর্মে বেরোতে পারে৷ এই অবস্থায় যা পরিস্থিতি তাতে ব্যাঙ্কের কাজ কবে কখন করবেন তাও আগেই হিসেব করে নিন৷ এই মাসেও বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays List in West Bengal) ৷ মে মাসে এক -দুই দিন নয় প্রায় ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
advertisement
2/4
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মতো এবারেও ব্যাঙ্ক ছুটির লিস্ট (Bank Holidays 2022) বেরিয়েছে৷ আরবিআইয়ের প্রকাশিত লিস্ট অনুযায়ি এই বিষয়ে বিস্তারিত ভাবে বেরিয়েছে৷ তাই জেনে প্ল্যান করে নিন৷মে মাসে ঈদ, পরশুরাম জয়ন্তী, বুদ্ধপূ্র্নিমা, মতো বিভিন্ন জায়গার উৎসব রয়েছে৷ এই মাস ছুটি দিয়ে শুরু হয়েছে৷ এছাড়াও রবীন্দ্র জয়ন্তীর ছুটি রয়েছে৷
advertisement
3/4
দেখে নিন মে মাসের ছুটির লিস্ট- ১ মে ২০২২- শ্রমিক দিবস/রবিবার ৩ মে ২০২২- ঈদ-উল-ফিতর , অক্ষয় তৃতীয়া ৮ মে ২০২২- রবিবার ৯মে ২০২২- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ১৪ মে ২০২২- দ্বিতীয় শনিবার ১৫ মে ২০২২- রবিবার ১৬ মে ২০২২- বুদ্ধ পূর্ণিমা ২২ মে ২০২২- রবিবার ২৪ মে ২০২২- কাজী নজরুল ইসলামের জন্মদিন (সিকিম) ২৮ মে ২০২২- চতুর্থ শনিবার ২৯ মে ২০২২-রবিবার
advertisement
4/4
ফলে ছুটির দিনগুলি মাথায় রেখে তারপর ব্যাঙ্কের নিজের কাজগুলি প্ল্যান সেরে নিন৷ যাতে গরমে ফালতু বার না হতে হয়৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Bank Holidays List in West Bengal: মে মাসে প্রচুর দিন ব্যাঙ্ক বন্ধ, কবে সারবেন কাজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল