West Bengal Weather Update: আজ দিনভর দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস ? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Weather Forecast Today: বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অবস্থান করছিল তা আরও শক্তি বাড়িয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ফলে বুধবার দিনভর দুর্যোগের আশঙ্কা ৷
advertisement
1/6

আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলেই গেল ৷ মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির পরিমাণও বাড়ে ৷ সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া ৷ বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অবস্থান করছিল তা আরও শক্তি বাড়িয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ফলে বুধবার দিনভর দুর্যোগের আশঙ্কা ৷ Representational Image
advertisement
2/6
বুধবার ভোর থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি ৷ কোনও বিরাম নেই ৷ দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে আগেই লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। বুধবারও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। Representational Image
advertisement
3/6
রাত ২ টো থেকে সকাল ৬টা পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ দেখে নিন মিলিমিটারে ৷ মানিকতলা ৩০, বীরপাড়া- ৩৮, বেলগাছিয়া- ৬৩, ধাপা- ২১, তপসিয়া- ৩১, উল্টোডাঙ্গা-২৯, পামারব্রিজ- ৩৬, ঠনঠনিয়া-৩৮, বালিগঞ্জ-৩২, মোমিনপুর-৬৪, চেতলা-৪৬, যোধপুর-৪৫, কালীঘাট-৫৭, গড়িয়া-৪২, পাতিপুকুর-২৪, জিঞ্জিরা বাজার-৫৯, বেহালা-৬৪ Representational Image
advertisement
4/6
আজ, বুধবার সকাল ৬.১৮ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৪.৬৯ মিটার (১৫.৩৯ ফুট) ৷ লকগেট বন্ধ থাকবে ভোর ৪টে ১৫ মিনিট থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত। গঙ্গার পাশের লকগেটগুলি যখন বন্ধ থাকবে তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে। লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে বলেই জানানো হয়েছে । Representational Image
advertisement
5/6
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। Representational Image
advertisement
6/6
আজও অতি ভারী বৃষ্টি চার জেলায় আর কলকাতাসহ ভারী বৃষ্টি আট জেলায়। কলকাতায় দুপুরের পর কমবে বৃষ্টির পরিমাণ আবহাওয়া উন্নতি হতে শুরু করবে