Bangla News| Metro Rail: লক্ষ্মীপুজোতেও চলবে বাড়তি মেট্রো! দেখে নিন বিশেষ সময়সূচি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangla News| Metro Rail: যাত্রী সুবিধার্থে এর আগেই গত ৪ অক্টোবর থেকে বাড়ানো হয়েছিস মেট্রোর সংখ্যা।
advertisement
1/9

দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজো (Lakshmi Puja 2021) উপলক্ষ্যেও মেট্রোর সংখ্যা বাড়াল মেট্রো রেল কর্তৃপক্ষ। বুধবার অর্থাৎ ২০ অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাড়তি মেট্রো (Kolkata Metro) চলবে শহরে। ওই দিন দক্ষিণনেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মোট ২১৪টি মেট্রো চলবে শহর ও শহরতলি জুড়ে। একনজরে দেখে নিন কোন কোন সময় মিলবে মেট্রো।
advertisement
2/9
বুধবার মেট্রোর সময়সূচি: বুধবার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো চলবে বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়ে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন আপ ও ডাউনে চলবে মোট ১০৭টি করে ২১৪টি মেট্রো চলবে এই লাইনে। তার মধ্যে ১৫১টি চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত।
advertisement
3/9
সকালে অফিস টাইমে মেট্রো মিলবে সাত মিনিট অন্তর। সকাল ৯টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত মেট্রো চলাচলের ব্যবধান কমবে। সন্ধ্যাতেও যাত্রীচাপ কমাতে আপ লাইনে ৪টে ৪০ মিনিট থেকে ৭টা ২৮ মিনিট পর্যন্ত সাত মিনিট অন্তর মেট্রো চালানো হবে।
advertisement
4/9
ডাউন লাইনে বিকেল ৪টে ৪১ মিনিট থেকে রাত ৮টা ৪ মিনিট পর্যন্ত কম ব্যবধান অন্তর পাওয়া যাবে মেট্রো।
advertisement
5/9
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দমদম থেকে দক্ষিণেশ্বগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৭টা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৭টা। দমদম থেকে কবি সুভাষগামী এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোও ছাড়বে সকাল সাড়ে ৭টা।
advertisement
6/9
অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ গামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।
advertisement
7/9
ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) ক্ষেত্রে অবশ্য সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রসঙ্গত, এখনও পর্যন্ত মেট্রোয় চালু হয়নি টোকেন সিস্টেম। স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোয় চড়তে পারবেন নিত্যযাত্রীরা। তবে কোভিড বিধি মেনেই মেট্রোয় যাতায়াতের আর্জি জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।
advertisement
8/9
যাত্রী সুবিধার্থে এর আগেই গত ৪ অক্টোবর থেকে বাড়ানো হয়েছিস মেট্রোর সংখ্যা। এখন সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা অবধি মেট্রো চালানো হয়। এর মধ্যে ১৬৭ টি মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে চালানো হয়।
advertisement
9/9
৮৩টি মেট্রো চলে আপ লাইনে। ডাউন লাইনে চলে ৮৪টি মেট্রো। ৪ অক্টোবর থেকে নর্থ সাউথ করিডোরে বাড়তি ১০টি মেট্রো চালাচ্ছে কলকাতা মেট্রো রেল। আগে ২৫৬টি মেট্রো চালানো হচ্ছিল। যার পরিবর্তে বর্তমানে মেট্রো চলছে ২৬৬টি।