Baishakhi Banerjee: কারণ সেই শোভন, পাল্টে গেল মেয়ে মহুলের পরিচয়, বৈশাখীর পোস্ট ঘিরে চাঞ্চল্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Baishakhi Banerjee: কন্যাদিবসে মুক্তি মিলেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে মহুল অর্থাৎ রিলিনার। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে একথা জানিয়েছেন বৈশাখী নিজেই।
advertisement
1/7

*পাল্টে গেল মেয়ে মহুলের পরিচয়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ঘিরে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়।
advertisement
2/7
*কন্যাদিবসে মুক্তি মিলেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে মহুল অর্থাৎ রিলিনার। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে একথা জানিয়েছেন বৈশাখী নিজেই।
advertisement
3/7
*এখন থেকে মহুলের পরিচয়, সে শুধুই বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের কন্যা রিলিনা বন্দ্যোপাধ্যায়। আর রিলিনা বন্দ্যোপাধ্য়ায় মণ্ডল নয়। মহুলের নামের সঙ্গে আর জুড়ে থাকছে না বাবা মনোজিৎ মণ্ডলের পদবী।
advertisement
4/7
*বৈশাখী বন্দ্যোপাধ্যায় পোস্টে জানিয়েছেন, পদবী পরিবর্তনের জন্য ২ বছর আগে শোভন চট্টোপাধ্য়ায়ের কাছে অনুরোধ করেছিল ছোট্ট মহুল। এই কন্যাদিবসে সেই ইচ্ছাপূরণ হয়েছে। মহুলের হাতে তার নতুন পরিচয়ের সার্টিফিকেট তুলে দিয়েছেন মহুলের 'দুষ্টু'।
advertisement
5/7
*বৈশাখী জানিয়েছেন মহুলের কাছে শোভন চট্টোপাধ্যায় বাবার চেয়ে কিছু কম নয়। ওঁদের দু'জনের কেমিষ্ট্রি মন ভাল করে দেয়। মহুলের একনিষ্ঠ সমর্থক শোভন।
advertisement
6/7
*অন্য একটি পোস্টে বৈশাখী লিখেছেন, ২০১২ সালের ১ নভেম্বর মহুলের জন্মের পর থেকেই তাঁর কাছে প্রতিটা দিন ডটার্স ডে। অনেক কঠিন পরিস্থিতিতেও মহুল বেঁচে থাকার একমাত্র কারণ।
advertisement
7/7
*এ দিন মহুলের পদবী সরে যাওয়ার এ জন্য 'মহুলের দুষ্টু' শোভন চট্টোপাধ্য়ায়কে ধন্যবাদ জানিয়েছেন বৈশাখী।