TRENDING:

Sovan Chatterjee| Baishakhi Banerjee|| রাজস্থানে ভরপুর রোম্যান্স! রঙিন শোভনকে লেন্সবন্দি করলেন বৈশাখী, তোলপাড় নেটদুনিয়া

Last Updated:
Baishakhi Banerje, Sovan Chatterjee's Rajasthan tour photos: ফটোগ্রাফার স্বয়ং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে পোজ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল হ্যান্ডেলে এই ছবির ক্যাপশনে লিখেছেন, 'আমার চোখে যে সকলই শোভন'।
advertisement
1/15
রাজস্থানে ভরপুর রোম্যান্স! রঙিন শোভনকে লেন্সবন্দি করলেন বৈশাখী, তোলপাড় নেটদুনিয়া
*পুজোর ছুটিতে মেয়ে মহুলকে নিয়ে দিল্লি এবং রাজস্থান বেড়াতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই ভ্রমণের কিছু ছবি সম্প্রতি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর যেখানে ছবিতে রয়েছেন শোভন-বৈশাখী, সেই ছবি যে মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। উপরের ছবিতে ফটোগ্রাফার বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর সোশ্যাল হ্যান্ডেলে এই ছবির ক্যাপশন, 'আমার চোখে যে সকলই শোভন'।
advertisement
2/15
*মহুলের স্কুলের ছুটি পড়লেই বেড়াতে চলে যান তাঁরা। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। মেয়েকে নিয়ে পাড়ি দিয়েছিলেন মরু রাজ্যে।
advertisement
3/15
*রাজস্থানের কোনও একটি প্যালেসে মেয়ের সঙ্গে পোজ দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/15
*রাজস্থানের কোনও একটি প্যালেসের সামনে মহুলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গী ছিলেন তাঁদেরই ঘনিষ্ঠ পরিজন।
advertisement
5/15
*ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা জ্ঞাপন করে মা-মেয়ের এই ছবি।
advertisement
6/15
*রাজস্থানের পাশাপাশি ে বারের বেড়ানোর তালিকায় ছিল দিল্লিও। লাল কেল্লার সামনে মেয়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়।
advertisement
7/15
*রাজস্থান ট্যুরে দুষ্টূ (মহুল এই নামেই ডাকে শোভন চট্টোপাধ্যায়কে) এবং মহুলের অনেক ছবি রয়েছে। এটি তার মধ্যেই একটি।
advertisement
8/15
*মা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহুল। পিছনে সারি দেওয়া রাজস্থানের কোনও একটি প্যালেসের দর্শনীয় বস্তু।
advertisement
9/15
*বেড়াতে গিয়েও ম্যাচিং পোশাক। মা এবং মেয়ে দু'জনেই পরেছেন নীল রঙা পোশাক। এ দিন শোভনও পরেছিলেন গাঢ় নীল রঙা ফুল স্লিভ শার্ট।
advertisement
10/15
*যোধপুরের কোনও দর্শনীয় স্থানে মা মেয়ে। এ খানেও রঙ মেলানো পোশাক পরেছেন দু;জনে।
advertisement
11/15
*দুষ্টুর সঙ্গে সাজানো রিক্সায় চড়ে মহুলের খুনসুটি।
advertisement
12/15
*ডেজার্ট সাফারিতে মরুভূমির মাঝে শোভন চট্টোপাধ্যায়।
advertisement
13/15
*সপরিবারে মরুভূমিতে জিপ সাফারি বা বলা ভাল জয়সালমীরে সাম ডিউনস।
advertisement
14/15
*বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন শোভন চট্টোপাধ্যায়ের ফটোগ্রাফার।
advertisement
15/15
*রাজস্থানে বেড়াতে গিয়ে তোলা মা-মেয়ের আদুরে ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Sovan Chatterjee| Baishakhi Banerjee|| রাজস্থানে ভরপুর রোম্যান্স! রঙিন শোভনকে লেন্সবন্দি করলেন বৈশাখী, তোলপাড় নেটদুনিয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল