Babul Supriyo News: এতদিনে বিরাট রহস্য ফাঁস বাবুল সুপ্রিয়র! কেন বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন, যা বললেন বাবুল! তোলপাড় ২১ জুলাই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Babul Supriyo News: ২১ জুলাই সভায় যোগ দিতে এসেই নিজের বিজেপি ছাড়ার ও তৃণমূলে যোগ দেওয়ার কারণ জানালেন বাবুল সুপ্রিয়।
advertisement
1/5

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই উদ্যাপন করা হচ্ছে সোমবার। ধর্মতলায় প্রতি বছরের মতো এ বছরেও মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্য শীর্ষনেতারা এই সভায় থাকছেন।
advertisement
2/5
আর সেই সভায় যোগ দিতে এসেই নিজের বিজেপি ছাড়ার ও তৃণমূলে যোগ দেওয়ার কারণ জানালেন বাবুল সুপ্রিয়, তাও এতদিন পর। বাবুল সুপ্রিয় এদিন বলেন, ''আমি বাঙালি বলে বিজেপিতে বঞ্চনার শিকার হয়েছিলাম। সেই জন্যই বিজেপি ছেড়েছিলাম। বিজেপি বাংলা বিরোধী সবসময়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে আছেন।''
advertisement
3/5
২৫-এর ২১ জুলাই থেকে ২৬ লড়ার পূর্ণ বার্তা দেবেন মমতা। অতিরিক্ত আত্মবিশ্বাস ঝেড়ে ফেলে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার নির্দেশ দেবেন তিনি। দলকে আরও বেশি করে জনমুখী করার বার্তা পারফরম্যান্স দেখেই পদ দেওয়া হয়েছে তা মনে করিয়ে দেওয়া পুরানো-নতুন ভারসাম্য রেখেই চলতে হবে ভোটে ৷ জাতীয় রাজনীতিতে আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করাই লক্ষ্য ৷
advertisement
4/5
এবার তৃণমূলের প্রধান বার্তা-বাঙালি আবেগ ও বাঙালি অস্মিতাকে সামনে রেখে জোরদার লড়াই। দিকে দিকে অত্যাচারিত বাঙালিরা। এর প্রতিবাদ চলবে। এই ইস্যুতে শুধু রাজ্য কেন্দ্রিক কর্মসূচি নয়। দিল্লি কেন্দ্রিক কর্মসূচিও ঘোষণা হতে পারে। বিশেষ নজরে অসম-ওড়িশা। বঞ্চনা ইস্যুতে পুরোপুরি রাস্তায় থাকবে দল।
advertisement
5/5
দলীয় শৃঙ্খলাই শেষ কথা। দলের সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত। সাম্প্রতিক সময়ে একাধিক জেলার ঘটনা তার প্রমাণ। লোকসভায় একাধিক আসন পেয়ে ঘরে বসে থাকলাম তা চলবে না। দল একাধিক কর্মসূচী নিচ্ছে। তার পাশাপাশি স্থানীয় ভাবে জনসংযোগ করায় কোনও ফাঁকি দেওয়া যাবে না। এই আবহেই ফের বাঙালি অস্মিতার প্রসঙ্গেই বিজেপিকে বিঁধে তৃণমূলের জয়গান গাইলেন বাবুল সুপ্রিয়।