জোর করে মেট্রোর দরজা আটকানোয় শাস্তি শুরু কলকাতায়, হল ভিনরাজ্যের যাত্রীর ১০০০ টাকা জরিমানা
Last Updated:
advertisement
1/6

♦ জোর করে দরজা আটকে মেট্রোয় ওঠার জেরে এক যাত্রীকে জরিমানা করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
advertisement
2/6
♦ ঝাড়খণ্ড থেকে আসা ওই যাত্রী এমজি রোড স্টেশন থেকে মেট্রোয় ওঠার চেষ্টা করেন ৷ মেট্রো কর্তৃপক্ষের দাবি, ভিড় মেট্রোয় জোর করে দরজা ঠেলে ঢোকার চেষ্টা করেন ওই যাত্রী ৷ স্টেশনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়েই ধরে ফেলেন ওই যাত্রীকে।
advertisement
3/6
♦ নিরাপত্তারক্ষীরা হাতেনাতে পাকড়াও করে তাঁকে৷ স্টেশন সুপারিনটেনডেন্টের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ ১০০০টাকা জরিমানা করা হয় যাত্রীর৷
advertisement
4/6
♦ গত শনিবার পার্কস্ট্রিট স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় সজল কাঞ্জিলালের মৃত্যুর পরই যেন নড়েচড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ। আর তার জেরেই নয়া নিয়ম চালু হয়েছে মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে। কখনও হাত ঢুকিয়ে দরজা আটকানোর চেষ্টা, আবার কখনও সঙ্গে থাকা ব্যাগ দুই দরজার ফঁাকে ঢুকিয়ে দরজা ফের খুলে ট্রেনে ওঠানামার মতো বিষয়গুলি নজরে এসেছে মেট্রো কর্তৃপক্ষের।
advertisement
5/6
♦ বুধবার মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার সাত্যকী নাথ জানিয়েছিলেন, ‘মেট্রো চত্বরে থুতু ফেলা–সহ ছোটখাট কোনও বিষয়ের জন্য সর্বনিম্ন ১০০ টাকা জরিমানা হবে।
advertisement
6/6
♦ আবার ট্রেনের দরজা আটকানো বা ট্রেন চলতে বাধা দেওয়ার মতো ঘটনায় আইনভঙ্গকারীকে রেলের আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা ১ হাজার টাকা পর্যন্ত করা বা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া যেতে পারে।