Arpita Mukherjee: 'কেন আমাকে জানানো হয়নি? দুর্ভাগ্য', জেল থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা! ঘটে গেল বড় অঘটন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Arpita Mukherjee: অর্পিতা ভিতরে কান্নায় ভেঙে পড়েছেন। বারবার বলছেন আরও ভাল চিকিৎসা পেলে এই ঘটনা হত না।
advertisement
1/8

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকা অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছে আদালত।
advertisement
2/8
মায়ের মৃত্যুর কারণে বিশেষ আদালত বৃহস্পতিবার অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গ্রেফতার হয়েছিলেন অর্পিতা।
advertisement
3/8
বুধবার রাতে নটা নাগাদ অর্পিতা মুখোপাধ্যায়ের মায়ের প্রয়াণ হয়। গতকাল থেকে দেহ এখনও বাড়িতে রাখা রয়েছে। মায়ের কাছেই বসে রয়েছেন অর্পিতা।
advertisement
4/8
আরিয়াদহ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে। দু'বছর চার মাস পরে বাড়ি এলেন অর্পিতা।
advertisement
5/8
অর্পিতা ভিতরে কান্নায় ভেঙে পড়েছেন। বারবার বলছেন আরও ভাল চিকিৎসা পেলে এই ঘটনা হত না। তাঁকে কেন সেভাবে জানানো হয়নি বলে আক্ষেপের সুর অর্পিতার গলায়।
advertisement
6/8
"আমার দুর্ভাগ্য, কী বলব। বলার কোনও ভাষা নেই। আমার মন মানসিকতা নেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু বলার", জানান অর্পিতা।
advertisement
7/8
২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁদের গ্রেফতার করেছিল। সে দিন অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে প্রচুর টাকা উদ্ধার করে ইডি।
advertisement
8/8
টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা ও বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। সঙ্গে ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। মিলেছিল সাতটি ভিন দেশের মুদ্রাও।