TRENDING:

Arpita Mukherjee Mother: নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, উল্কার গতিতে আর্থিক উন্নতি অর্পিতার! সব কিছুকেই পিছনে ফেলেছে মায়ের অভিমান-হতাশা

Last Updated:
Arpita Mukherjee Mother: কথায় আছে, কুপুত্র যদিবা হয়, কুমাতা কখনও নয়। সেই প্রবাদ বাক্য সত্যি করে বিস্ফোরক মন্তব্য করলেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়।
advertisement
1/7
উল্কার গতিতে আর্থিক উন্নতি অর্পিতার! সব কিছুকেই পিছনে ফেলেছে মায়ের অভিমান-হতাশা
অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ টাকা। সঙ্গে বৈদেশিক মুদ্রা ও কোটি টাকার সোনা! তাঁর সম্পত্তির বহর দেখে চোখ কপালে উঠেছে গোটা দেশের। মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করা, একসময়ে টলিউডে সিনেমায় পা রাখা পরবর্তীকালে নানাবিধ ব্যবসা ও বিপুল সম্পত্তি ও টাকার পাহাড়; অর্পিতার বৈভব যতটা অবাক করেছে ততটাই অবাক করেছে জরাজীর্ণ বাড়িতে থাকা তাঁর মায়ের পরিস্থিতি।
advertisement
2/7
টালিগঞ্জের অভিজাত আবাসন ডায়মন্ড সিটিতে  অর্পিতার আড়াই হাজার বর্গফুটের তিন কামরার ফ্ল্যাট। বেলঘরিয়াতেও হদিশ মিলেছে জোড়া ফ্ল্যাটের। অথচ চাকচিক্যের আড়ালে কোনওক্রমে দিন কাটাচ্ছেন অর্পিতার মা। বেলঘরিয়ায় অর্পিতার পৈতৃক বাড়িতে যেন একেবারেই বিপরীত ছবি। শ্যাওলা ধরেছে উঠোনে। জং ধরা লোহার সিঁড়ি।
advertisement
3/7
পেনশনে দিন গুজরান করেন মিনতি দেবী। তাঁর কথায় মাঝে মধ্যে ওই বাড়িতে যেতেন অর্পিতা ঠিকই। কিন্তু একের পর এক ঘটনা পরম্পরায় কখনও কেঁদে ভাসাতে দেখা যায়নি অর্পিতার মা'কে। বরং শক্ত মুখেই সাংবাদিকদের সামলেছেন মিনতি দেবী।
advertisement
4/7
কথায় আছে, কুপুত্র যদিবা হয়, কুমাতা কখনও নয়। সেই প্রবাদ বাক্য সত্যি করে বিস্ফোরক মন্তব্য করলেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়। তিনি বলেন,'দোষ করে থাকলে শাস্তি হোক। টাকা না নিয়ে থাকলে প্রমাণ করুক।'
advertisement
5/7
কী করে অর্পিতার কাছে এই বিশাল পরিমাণ 'যকের ধন' এল? তাঁর মা জানান,'ও মডেলিং, সিরিয়াল ও সিনেমায় অভিনয় করত। প্রযোজনা সংস্থাও ছিল। আর কী করে জানি না!' আর কথা বাড়াতে চাইলেন না মিনতি মুখোপাধ্যায়।
advertisement
6/7
অর্পিতার কান্নায় ভেঙে পড়া নিয়ে মিনতিদেবীর বক্তব্য, মা হিসাবে কষ্ট হওয়ার কি আছে, অন্যায় যদি করে থাকে তো শাস্তি পাবে। মেয়ে অন্যায় করলে শাস্তি পাক, তিনি চাইছেন।তবে আইনে আগে প্রমাণ হোক। প্রত্যয়ের সঙ্গে মিনতিদেবী বলেন, "আমিও জানতে চাই মেয়ে টাকাগুলো নিয়েছিল কিনা।"
advertisement
7/7
মিনতিদেবী বলেন, পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ষড়যন্ত্রের শিকার হয়েছে। মেয়েও বলছে ফাঁসানো হয়েছে। সত্যটা বেরিয়ে আসুক। আইনের প্রতি আমার আস্থা আছে। 'মেয়েকে তো আপনি চিনতেন, এমন কাজ কী তিনি করতে পারেন বলে বিশ্বাস করেন?' প্রশ্নের উত্তরে কেটে কেটে শক্ত মুখে মিনতি মুখোপাধ্যায় শুধু বলেন, 'সত্যটা বেরিয়ে আসুক। টাকা না নিয়ে থাকলে age প্রমাণ করুক।'
বাংলা খবর/ছবি/কলকাতা/
Arpita Mukherjee Mother: নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, উল্কার গতিতে আর্থিক উন্নতি অর্পিতার! সব কিছুকেই পিছনে ফেলেছে মায়ের অভিমান-হতাশা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল