TRENDING:

Arpita Mukherjee: টিকলো না প্রতিরোধ, শেষেমেষ হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা, ভেঙে পড়লেন তাসের ঘরের মতো...

Last Updated:
Arpita Mukherjee: তাঁর বাড়ি থেকে ২১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই প্রথম নয়, ইডি সূত্রে খবর, এর আগেও তিন বার অর্পিতাকে তলব করা হয়েছিল।
advertisement
1/8
টিকলো না প্রতিরোধ, শেষেমেষ হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা, ভেঙে পড়লেন যেভাবে...
এসএসসি দুর্নীতিকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বাড়ি থেকে ২১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই প্রথম নয়, ইডি সূত্রে খবর, এর আগেও তিন বার অর্পিতাকে তলব করা হয়েছিল। জানা যায় একটি বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডেও নাম উঠে এসেছিল অর্পিতার।
advertisement
2/8
ইডির ডাক পেয়ে দু'বার জেরার মুখেও পড়তে হয়েছিল অর্পিতাকে। শনিবার গ্রেফতার হওয়ার পর তাকে সিজিও কমপ্লেক্সে রাখা হয়েছিল।
advertisement
3/8
রবিবার তাঁকে ফের নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। রবিবার হাসপাতাল চত্বরে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন অর্পিতা মুখোপাধ্যায়।
advertisement
4/8
প্রসঙ্গত, এদিন অর্পিতার জামিনের আবেদন খারিজ হল ব্যাঙ্কশাল কোর্টে। এক দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে নিল ইডি। সোমবার পর্যন্ত থাকবেন সেখানেই। রবিবার জোকার ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা করানো হয় ৷ তারপর তাঁকে পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে৷
advertisement
5/8
 সূত্রের খবর, অর্পিতাকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি ৷ তাঁদের দাবি, অর্পিতা সুস্থ, এ বিষয়ে মেডিক্যাল পরীক্ষার রিপোর্টও পেশ করা হয়েছে ৷
advertisement
6/8
আদালতে অর্পিতার শুনানি চলাকালীন ইডির পক্ষ থেকে সওয়ালে বলা হয়, ‘‘যা পাওয়া গিয়েছে, তা পেঁয়াজের মতো, খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য।’’ দুর্নীতির মামলায় আদালতে অর্পিতার শুনানি শেষ হয় এদিন বিকেলে। আপাতত এই মামলায় রায় স্থগিত রাখা হয়েছে।
advertisement
7/8
ইডির ডাক পেয়ে দু'বার জেরার মুখে পড়া অর্পিতা কিন্তু গ্রেফতারির পর থেকেই বেপরোয়াই ছিলেন। রবিবার তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও তিনি বলেন, ''আইন আইনের পথে চলবে, এটাই বলব। আইনের উপর আমার পূর্ণ আস্থা আছে।''
advertisement
8/8
ঢোকার সময় এর বেশি কিছু না বললেও বেরোনোর সময় তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, 'আপনি কোন পার্টির?' এই প্রশ্নের জবাবে অর্পিতা বলেন, ''আমি কোনও পার্টির নই।'' তবে, ওই বিপুল অঙ্কের টাকা তাঁকে কে রাখতে দিয়েছিল, সে প্রশ্নের কোনো উত্তর দেননি অর্পিতা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Arpita Mukherjee: টিকলো না প্রতিরোধ, শেষেমেষ হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা, ভেঙে পড়লেন তাসের ঘরের মতো...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল