Arpita Mukherjee: তিন-তিনবার ফোন করেও মায়ের গলা শুনতে পাননি... ডুকরে কেঁদে ফেললেন অর্পিতা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Arpita Mukherjee: তিন মাস কেটে গিয়েছে। সংশোধনাগারে কেটেছে দুর্গাপূজা থেকে দীপাবলি। তবে এরই মধ্যে বারে বারে প্রবীণা মায়ের চিন্তা মনের মধ্যে কাঁটার মতো বিঁধেছে তাঁকে। সেই চিন্তার কথা ব্যক্তও করেছিলেন অর্পিতা তাঁর আইনজীবীর কাছে।
advertisement
1/7

একবাড়িতে না থাকলেও নিয়মিত মায়ের খোঁজ রাখতেন মেয়ে। মায়ের দেখভাল থেকে তাঁর সঙ্গে সময়ে সময়ে দেখা করা, খাওয়া-দাওয়া, ওষুধবিষুধের খোঁজ নেওয়া সবই করতেন তিনি। এখন সেই মেয়েই জেলের অন্ধকারে দিন কাটাচ্ছে। SSC শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার একসময়ের মডেল তথা নায়িকা অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত আদালতের নির্দেশে জেল হেফাজতেই রয়েছেন তিনি।
advertisement
2/7
তিন মাস কেটে গিয়েছে। সংশোধনাগারে কেটেছে দুর্গাপূজা থেকে দীপাবলি। তবে এরই মধ্যে বারে বারে প্রবীণা মায়ের চিন্তা মনের মধ্যে কাঁটার মতো বিঁধেছে তাঁকে। সেই চিন্তার কথা ব্যক্তও করেছিলেন অর্পিতা তাঁর আইনজীবীর কাছে।
advertisement
3/7
তাঁর অনুযোগ, সম্প্রতি মা মিনতিদেবীর কোনও খোঁজ পাচ্ছেন না তিনি। এমনকি অর্পিতার দাবি, নিজে সংশোধনাগার থেকে তিন-তিনবার মাকে ফোন করলেও ফোন ধরেননি মা! সোমবার ব্যঙ্কশাল কোর্টে ভার্চুয়াল শুনানি হয় অর্পিতার। এদিন তাঁর আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয়নি।
advertisement
4/7
কিন্তু, অর্পিতা বিচারপতিকে জানান, তিনি গত ১৫দিন ধরে মায়ের কোনও খোঁজ পাচ্ছেন না। জেলের নম্বর থেকে ফোন করা হলেও তিনি তা ধরেননি। মায়ের যাতে খোঁজ নেওয়া সম্ভব হয় সেই বিষয়ে আবেদন জানানো হয় অর্পিতার আইনজীবীর পক্ষ থেকে। প্রয়োজনে তাঁর দিদির থেকে যাতে সেই খোঁজ নেওয়া সম্ভব হয় সেই মর্মেও আদালতে আবেদন করেন অর্পিতার আইনজীবী।
advertisement
5/7
উল্লেখ্য, বেলঘরিয়ার দেওয়ানপাড়ার একটি ভাঙাচোরা বাড়িতে থাকেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়। তাঁর শরীরও ভগ্নপ্রায়। শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি কারও উপর নির্ভরশীলতা দেখাননি। সঙ্গী বলতে একজন সর্বক্ষণের পরিচারিকা।
advertisement
6/7
অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরই বিভিন্ন লোকজন আসা যাওয়া করতে শুরু করেছিল। সেই সময় পরিচারিকাই আগলে রেখেছিলেন এমনকি যাবতীয় অস্বস্তিকর প্রশ্নের হাত থেকে বাঁচতে একটা সময় বাড়িতে তালা ঝুলিয়ে রাখতেন মিনতিদেবী।
advertisement
7/7
মেয়ের গ্রেফতারির পরও আক্ষেপ শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। একসময় অর্পিতাকে সরকারি চাকরির জন্য বিস্তর সেধেছিলেন তিনি, মিনতিদেবী জানিয়েছিলেন সেকথা। কিন্তু, মায়ের অভিযোগ, কথা কানে না তুলে অর্পিতা ছুটে গিয়েছিলেন গ্ল্যামার দুনিয়ার দিকে। কিছু তামিল এবং কন্নড় ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে বর্তমানে আইনের ওপরেই ভরসা রাখতে চান অর্পিতা মুখোপাধ্যায়ের মা। বিভিন্ন সংবাদ মাধ্যমে তেমনটাই জানিয়েছেন তিনি।