কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? শীত কমবে না বাড়বে? জানাল আবহাওয়া দফতর
- Published by:Rukmini Mazumder
Last Updated:
শীতের প্রভাব কমবে রাজ্যে। তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ বহাল থাকবে আগামী কয়েক দিন। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর
advertisement
1/6

শীতের প্রভাব কমবে রাজ্যে। তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ বহাল থাকবে আগামী কয়েক দিন। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতায় সকাল এবং সন্ধেবেলায় শীতের আমেজ থাকবে। তবে, দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। জেলার ক্ষেত্রে দিনের বেলায় আরও কিছুক্ষণ শীতের আমেজ থাকবে।
advertisement
3/6
পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার সামান্য উপরে থাকবে। জলাশয় বা জলা জমির কাছাকাছি সকালের দিকে সামান্য কুয়াশা হলেও সেভাবে কুয়াশার কোন সতর্কবার্তা নেই রাজ্যে।
advertisement
4/6
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রাজ্যে। ডিসেম্বরের ১০ তারিখ নাগাদ তাপমাত্রা নামতে পারে অনেকটাই। জমিয়ে শীতের স্পেল হতে পারে কয়েকদিনের। তার আগে আপাতত হাড় কাঁপানো শীতের কোনও সম্ভাবনা নেই।
advertisement
5/6
তাপমাত্রা ওঠানামা করলেও শীতের আমেজ থাকবে। আপাতত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সামান্য বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ১৮ ডিগ্রির নীচেই থাকবে কলকাতায়। জেলার ক্ষেত্রে তা ১৬ ডিগ্রির নীচে।
advertisement
6/6
অবাধ উত্তুরে হাওয়ায় আরও ৪-৫ দিন শীতের আমেজ থাকবে রাজ্যে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাগুলিতে কলকাতা থেকে তিন-চার ডিগ্রি তাপমাত্রা কম থাকলেও হাড়-কাঁপানো শীতের সম্ভাবনা আপাতত নেই।