Airport Metro: স্বপ্নপূরণে বাকি আর কটা দিন! কেমন দেখতে বিমানবন্দর মেট্রো স্টেশন, রইল প্রথম ঝলক
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Airport Metro: মেট্রো তরফ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের বেশ কিছু ছবি দেখানো হয়েছে
advertisement
1/9

কলকাতা: অতি দ্রুত এগিয়ে চলেছে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ। এখন শেষ মুহূর্তের চলছে প্রস্তুতি। ইতিমধ্যে এই মেট্রো স্টেশনের বেশ কিছু ছবি সামনে এসেছে। মেট্রো তরফ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের বেশ কিছু ছবি দেখানো হয়েছে। (সৌজন্যে-কলকাতা মেট্রোর প্রেসবিজ্ঞপ্তি)
advertisement
2/9
জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে সরাসরি মেট্রো সংযোগ দেওয়ার জন্য রেলমন্ত্রক নোয়াপাড়া-বারাসাত হয়ে বিমানবন্দর মেট্রো প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে। মাননীয় রেলমন্ত্রী নিজে এই প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। (সৌজন্যে-কলকাতা মেট্রোর প্রেসবিজ্ঞপ্তি)
advertisement
3/9
বিমানবন্দর মেট্রো প্রকল্পের মেট্রো স্টেশনের কাজ ভালভাবে এগিয়ে চলেছে এবং বিমানবন্দর স্টেশনের কাঠামোগত কাজ এখন শেষ। এখন ঊর্ধ্বতন মেট্রো অফিসার, ইঞ্জিনিয়ার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফিনিশিং কাজ, সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে। (সৌজন্যে-কলকাতা মেট্রোর প্রেসবিজ্ঞপ্তি)
advertisement
4/9
এই মেট্রো স্টেশনটি রাজারহাট মেট্রো করিডোর হয়ে কবি সুভাষ-বিমানবন্দরের টার্মিনাল স্টেশন হবে। এই করিডোরের জন্য এই স্টেশনের নাম দেওয়া হয়েছে জয় হিন্দ। যেহেতু এই স্টেশনটি দুটি মেট্রো করিডরের আদান-প্রদানের পয়েন্ট হবে, তাই আশা করা হচ্ছে এখানে প্রচুর যাত্রী সমাগম হবে। (সৌজন্যে-কলকাতা মেট্রোর প্রেসবিজ্ঞপ্তি)
advertisement
5/9
এই স্টেশন কমপ্লেক্সটি ২২,২৩৮ বর্গ মিটার এলাকা জুড়ে নির্মিত হয়েছে। এই বিশাল এলাকায় পাঁচটি ভূগর্ভস্থ প্ল্যাটফর্ম, দুটি করিডোরের জন্য দুটি প্ল্যাটফর্ম এবং জরুরি ব্যবহারের জন্য একটি অতিরিক্ত প্ল্যাটফর্ম থাকবে। (সৌজন্যে-কলকাতা মেট্রোর প্রেসবিজ্ঞপ্তি)
advertisement
6/9
এই ভূগর্ভস্থ স্টেশনের উপরে বড় পার্কিং লট থাকবে। এই স্টেশনটি তিনটি স্তরে বিভক্ত। যেমন গ্রাউন্ড লেভেল, কনকোর্স লেভেল এবং প্ল্যাটফর্ম লেভেল। এই তিনটি স্তরের মধ্যে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার জন্য ৭ টি প্রবেশ/ বেরোনোর জায়গা, ২টি সাবওয়ে, ১২টি লিফট এবং ২২টি এসকেলেটর থাকবে। (সৌজন্যে-কলকাতা মেট্রোর প্রেসবিজ্ঞপ্তি)
advertisement
7/9
দুটি সাবওয়ের মধ্যে একটি সাবওয়ে এনএসসিবিআই বিমানবন্দরকে সংযুক্ত করবে এবং অন্যটি যশোর রোড থেকে যাত্রীদের চলাচলের সুবিধা দেবে। বিমান থেকে আসা যাত্রীরা লাগেজ নিয়ে মেট্রো স্টেশনে ঢুকতে কিংবা বার হতে পারবেন। (প্রতীকী ছবি)
advertisement
8/9
এই স্টেশন কমপ্লেক্সে ২টি লিফট এবং ২টি এস্কেলেটর শুধুমাত্র বিমানবন্দরগামী যাত্রীদের জন্য দেওয়া হবে। বিমানবন্দর স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মের কনকোর্স লেভেল ১৪,১০০ বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত। (প্রতীকী ছবি)
advertisement
9/9
যাত্রীদের জন্য ৮ টিকিট কাউন্টার থাকবে। অন্যান্য আধুনিক যাত্রী সুবিধাও এখানে পাওয়া যাবে। পুরো স্টেশনটি নান্দনিকভাবে সজ্জিত এবং শীততাপ নিয়ন্ত্রিত হবে। আগামী বছরের মধ্যে এই মেট্রো স্টেশনটি চালু করার বিষয়ে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। (প্রতীকী ছবি)