TRENDING:

Air Conditioner Demand Supply: হু হু করে AC বিক্রি কলকাতা-জেলায়, বাড়িতে ডেলিভারি পেতে এত দেরি কেন? ঠান্ডা হাওয়ার আশ্বাসে ক্লান্ত মানুষ!

Last Updated:
Air Conditioner Demand Supply: পকেটের টাকা খুইয়ে নিমেষে আপনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিনে ফেলছেন, কিন্তু ডেলিভারি? বাড়িতে সেই এসির ডেলিভারি পেতে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে অন্তত ৭ থেকে ১০ দিন।
advertisement
1/7
হু হু করে AC বিক্রি কলকাতা-জেলায়, বাড়িতে ডেলিভারি পেতে এত দেরি কেন? জানুন
গোটা বাংলাজুড়েই গরম। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে যা পরিস্থিতি তা অভাবনীয়। এত গরম এত গরম তা বলে বোঝানো যায় না। কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় ৪০-এর উপর তাপমাত্রা ও লাগাতার জারি তাপপ্রবাহ।
advertisement
2/7
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ পকেটের টান সহ্য করেই এসি কিনতে ছুটছেন দোকানে। টাকার পরোয়া না করেই এয়ার কন্ডিশনার কেনার হিড়িক শহরজুড়ে। জেলাগুলিতেও প্রায় একই অবস্থা।
advertisement
3/7
কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। পকেটের টাকা খুইয়ে নিমেষে আপনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিনে ফেলছেন, কিন্তু ডেলিভারি? বাড়িতে সেই এসির ডেলিভারি পেতে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে অন্তত ৭ থেকে ১০ দিন।
advertisement
4/7
তীব্র গরম ও এসির অপেক্ষায় কার্যত ক্লান্ত সাধারণ মানুষ। কবে আসবে এসি? ঘন ঘন ফোন যাচ্ছে দোকানের সেলসম্যানের কাছে। তিনিও বার বার উত্তর দিচ্ছেন, গোডাউনে ডেলিভারি হলে সবার আগে আপনারটাই যাবে। কিন্তু আশ্বাসই কেবল মিলছে, এসি কই?
advertisement
5/7
এসি কিনে সেটি ডেলিভারি হতে ৭-১০ দিন। এরপর কোম্পানি থেকে আসবে সেই এসি ইনস্টল বা কাজ শুরু করার প্রক্রিয়া করতে। তাতে আরও ২-৩ দিন। অভিযোগ, এসি কেনার পরে সেই এসির হাওয়া খেতে মোটামুটি পেরিয়ে যাচ্ছে ১৫ দিন সময়। কেন হচ্ছে এত দেরি?
advertisement
6/7
কলকাতার ডালহৌসি, রাসবিহারি, সল্টলেক চত্বরের বেশিরভাগ দোকানেই এসি কিনতে উপচে পড়ছে ভিড়। সেখানকার দোকানিদের দাবি, এসির চাহিদা ও জোগানে নেই কোনও সামঞ্জস্য। এসি বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু কোম্পানি থেকে তার জোগান দিতেই হচ্ছে অনেকটা দেরি।
advertisement
7/7
দোকানের গোডাউনে এসি এলেই তা ডেলিভারি হবে। তবে এই গোটা প্রক্রিয়ায় দেরির কারণ হিসেবেও গরমকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসির ডেলিভারি হতে গরমই কাঁটা। ফলে অপেক্ষা ছাড়া কোনও উপায়ই নেই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Air Conditioner Demand Supply: হু হু করে AC বিক্রি কলকাতা-জেলায়, বাড়িতে ডেলিভারি পেতে এত দেরি কেন? ঠান্ডা হাওয়ার আশ্বাসে ক্লান্ত মানুষ!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল