Madan Mitra: SSKM থেকে ছুটি পেয়েই ফের অসুস্থ মদন, রাস্তাতেই দিতে হল অক্সিজেন, বাড়ছে উদ্বেগ...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
খোশমেজাজে SSKM হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার আগে হাসপাতাল চত্বরেই ফেসবুক লাইভ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
advertisement
1/7

*খোশমেজাজে SSKM হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার আগে হাসপাতাল চত্বরেই ফেসবুক লাইভ করেন। গেয়েছিলেন গান। কিন্তু কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বাড়ি যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*শ্বাসকষ্ট শুরু হয় মদন মিত্রের। ইন হেলার নেওয়ার পরেও না কমায় রাস্তাতেই অক্সিজেন দিতে হয় তাঁকে। এরপর তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়। যদিও আপাতত সুস্থ হয়েছেন তিনি। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*রবিবার এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পান তিনি। এর পরে বাড়ি হয়ে একটি মাজারে যান। সেখান থেকে গুরুদ্বারে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই শুরু হয় শ্বাসকষ্ট। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*মদন মিত্রের পরিবারের তরফে জানা গিয়েছে, শহরের অন্যত্তম বিশিষ্ট চিকিৎসক সরোজ মণ্ডল বাড়িতে গিয়ে মদন মিত্রের চিকিৎসা করবেন। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*এ দিন নাতির সঙ্গে দেখা করে কামারহাটি যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় যেতে পারেননি। সেই জন্য তাঁর বিধানসভা এলাকার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন। সংগৃহীত ছবি।
advertisement
6/7
প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার আগে নিয়মিত ফেসবুক লাইভে আসতেন কামারহাটির বিধায়ক৷ এতদিন আইনি জটিলতায় এবং অসুস্থ থাকায় ফেসবুকে দেখতে পাওয়া যায়নি তাঁকে৷ শনি আর রবিবার অবশ্য একেবারে খোশমেজাজেই পাওয়া গেল তাঁকে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*এ দিন লাল পাঞ্জাবি, পাজামায় শোভিত মদন মিত্র যখন বাইরে উডবার্ন ব্লকের সামনে এসে দাঁড়ান, তখন তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চখে পড়ার মত। স্লোগান ওঠে, 'মদন মিত্র জিন্দাবাদ'। তিনি অবশ্য বলছেন, 'আমি এদের কাউকে চিনি না। কিন্তু আমার পাশে আপনারা এসে দাঁড়াচ্ছেন, এর জন্যই আমি সকলকে ধন্যবাদ দিতে চাই।'সংগৃহীত ছবি।