ব্লু লাইনে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম পরিষেবা সকাল ৮টায় পাওয়া যাবে। গ্রিন লাইনে হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা যথাক্রমে সকাল ৮টা এবং সকাল ৮টা ০২ মিনিটে শুরু হবে। ব্লু লাইন এবং গ্রিন লাইনে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে। ওই দিন হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত বিশেষ পরিষেবাটি যথারীতি রাত ১০টা ০৫ মিনিটে পরিচালিত হবে।
advertisement
২৮.১২.২০২৫ তারিখে ব্লু লাইনে ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৬৮টি পরিষেবা (৮৪টি আপ এবং ৮৪টি ডাউন) পরিচালিত হবে। গ্রিন লাইনে ১০৮টি পরিষেবার পরিবর্তে ১৩১টি পরিষেবা (৬৬টি আপ এবং ৬৫টি ডাউন) পরিচালিত হবে।
ওই দিন শুধুমাত্র ব্লু লাইনে দুপুর ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের ব্যবধানের পরিবর্তে ৮ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে।
ওই দিন শুধুমাত্র গ্রিন লাইনে বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানের পরিবর্তে ১০ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে।
ওই দিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। তবে ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।
মেট্রো রেলের আধিকারিকরা জানাচ্ছেন, উৎসবের মরসুমে যাত্রীদের যাতায়াত দুই লাইনেই বেড়েছে। রবিবার যাত্রীদের ভীড় আরও বাড়বে। এই অবস্থায় পরীক্ষার্থীদের সাথে পর্যটক ও নিত্য যাত্রীদের যাতে কোনও অসুবিধা না তৈরি হয়, সেদিকে নজর রাখছে মেট্রো কর্তৃপক্ষ। শুধুমাত্র অতিরিক্ত সময় ট্রেন চালানো নয়, যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থাও বজায় রাখা হয়েছে।
