৯০ বছরের ঐতিহ্য বুকে নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ৩নং রুটের বাস
Last Updated:
advertisement
1/6

• বহু বছরের ঐতিহ্য ৷ কিন্তু শুধু সেটুকুই সম্বল ৷ আয় বলতে কিছু নেই ৷ জ্বালানি কিনতে গিয়েই পকেট ফাঁকা ৷ উপরুন্তু বারবার বলা সত্ত্বেও মেলেনি সরকারি সাহায্য ৷
advertisement
2/6
• শেষ পর্যন্ত স্মৃতির পাতায় নাম লেখাল ইতিহাস ৷ বন্ধ হতে চলেছে কলকাতার দীর্ঘতম রুটের এই ৩ নং বাস ৷
advertisement
3/6
• শ্রীরামপুর থেকে বাগবাজার পর্যন্ত যাত্রাপথ ছিল এই বাসের ৷ খরচের সঙ্গে পাল্লা না দিতে পেরে শেষ পর্যন্ত বন্ধই হয়ে গেল এই বাস পরিষেবা ৷
advertisement
4/6
• ১৯২৮ সালে ৬৯টি বাস দিয়ে শুরু হয়েছিল শ্রীরামপুর বাগবাজার রুটের এই বাসের পথ চলা। কালে কালে সেই বাসের সংখ্যা এসে দাঁড়িয়েছে মোটে ৩টিতে।
advertisement
5/6
• মালিকরা জানাচ্ছেন, সরকারি সাহায্যের আশায় কোনওরকমে টিমটিম করে চালিয়ে যাওয়া হচ্ছিল এতদিন ৷ কিন্তু আর সম্ভব হচ্ছে না ৷
advertisement
6/6
• কারণ এত বড় রুটের বাস চালাতে প্রায় ৫৪ লিটার তেল লাগে ৷ অন্যদিকে, ছোট বাসে লাগে ৩০-৩২ লিটার তেল ৷ এই জ্বালানির খরচের সঙ্গে তাল সামলানো অসম্ভব হয়ে গিয়েছে বলে জানাল মালিকপক্ষ ৷