TRENDING:

Coronavirus: রাজ্যে দুর্বার গতিতে বাড়ছে সংক্রমণ, কলকাতায় কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু, রাজ্যে করোনার প্রথম বলি

Last Updated:
Corona Death in Kolkata: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু। ৪৩ বছর বয়সী ওই মহিলার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে।
advertisement
1/6
রাজ্যে বাড়ছে সংক্রমণ, কলকাতায় কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু, রাজ্যে করোনার প্রথম বলি
*রাজ্যেও থাবা বসাল করোনা। কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু। ৪৩ বছর বয়সী ওই মহিলার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। হৃদযন্ত্র এবং কিডনির সমস্যা ছিল তাঁর। প্রতিবেদনঃ অভিজিৎ চন্দ। 
advertisement
2/6
*হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কারণ প্রাথমিকভাবে সেপটিক শক, একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে। মোট রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩৭২। এই মহিলাই রাজ্যে প্রথম করোনার বলি। গত ২৪ ঘণ্টায় ১ জন মারা গিয়েছেন। ১১ জন সুস্থ হয়েছেন। করোনা কেসে সক্রিয় রোগীর সংখ্যায় পঞ্চম স্থানে রয়েছে বাংলা। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*করোনার উপসর্গ বদলে গিয়েছে। আক্রান্ত অধিকাংশ রোগীরই গলা ব্যথা, গলা বসে যাচ্ছে। কণ্ঠস্বর বদলে যাচ্ছে এমনও দেখা গিয়েছে। এছাড়া পেট ব্যথা, জ্বরের মতো উপসর্গও রয়েছে। ডায়ারিয়ায় জলের মতো পায়খানার সমস্যা রয়েছে। অধিকাংশই ডায়ারিয়ার শিকার হচ্ছেন। ফলে এই ধরনের লক্ষণ দেখা দিলে সাবধান হোন। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*গোটা দেশেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা। করোনার নতুন ঢেউয়ে রাজ্যে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের চার রাজ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে কেরল, তামিলনাডু, মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (MOHFW) সরকারি তথ্য অনুসারে, মঙ্গলবার ভারতে মোট সক্রিয় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০২৬। দেশে ৫১২ জন নতুন করে আক্রান্ত। সারা দেশ থেকে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Coronavirus: রাজ্যে দুর্বার গতিতে বাড়ছে সংক্রমণ, কলকাতায় কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু, রাজ্যে করোনার প্রথম বলি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল