TRENDING:

Lok Sabha Election 2024: বুথ না জমকালো বিয়েবাড়ি! সাতসকালে ভোট দিতে গিয়ে হতভম্ব ভোটাররা

Last Updated:
Lok Sabha Election 2024: দূর থেকে দেখলেই যেন মনে হচ্ছে কোন বিয়ে বাড়ি। কিন্তু না, এটি আসলে ঝাড়গাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছাতিনাশোল প্রাইমারি স্কুলের ভোটগ্রহণের মডেল বুথ।
advertisement
1/6
বুথ না জমকালো বিয়েবাড়ি! সাতসকালে ভোট দিতে গিয়ে হতভম্ব ভোটাররা
দূর থেকে দেখলেই যেন মনে হচ্ছে কোন বিয়ে বাড়ি। কিন্তু না, এটি আসলে ঝাড়গাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছাতিনাশোল প্রাইমারি স্কুলের ভোট গ্রহণের মডেল বুথ। যেখানে সকাল থেকেই লম্বা লাইন ভোটারদের, চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া।
advertisement
2/6
ষষ্ঠ দফার নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এই স্কুলকেই মডেল বুথ করা হয়েছে কমিশনের তরফে। রঙিন কাপড় বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছে প্রবেশদ্বার থেকে শুরু করে ভোটগ্রহণ কেন্দ্রের চারপাশ।
advertisement
3/6
রংবেরঙের আর্টিফিশিয়াল ফুলের কাজ চোখে পড়ছে এই মডেল বুথের ভেতরে। ভোটার রাও ভোট দিতে এসে ঘুরে দেখছেন গোটা অনুষ্ঠান বাড়ির আদলে তৈরি এই ভোট গ্রহণ কেন্দ্র।
advertisement
4/6
এমন এলাহী আয়োজন দেখে এলাকার ভোটাররাও রীতিমতো উৎসাহিত গণতন্ত্রের উৎসবে শামিল হতে। তাই এই ভোট গ্রহণ কেন্দ্রের ভোটাররা সকাল থেকেই বুথে হাজির ভোট দিতে।
advertisement
5/6
নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা থাকলেও, ভোটাররা যেন এই বুথে অন্য মেজাজে। ভোটের লাইনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে দেখছেন বিয়ে বাড়ির সাজসজ্জা ।
advertisement
6/6
ভেতরে প্রবেশের পর বেলুন দিয়ে সাজানো হয়েছে ভোট গ্রহণ কক্ষ। ভোট কর্মীরাও এমন মডেল বুথে ভোটের দায়িত্ব পেয়ে খুশি বলেই জানালেন। মডেল বুথের এমন শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্রই হয়তো বাকি আরও এক দফায় দেখা যাবে, আশা নির্বাচন কমিশনের।
বাংলা খবর/ছবি/ঝাড়গ্রাম/
Lok Sabha Election 2024: বুথ না জমকালো বিয়েবাড়ি! সাতসকালে ভোট দিতে গিয়ে হতভম্ব ভোটাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল