Red Alert |Weather Update: লাগাতার বৃষ্টি জেলা জুড়ে, জারি লাল সতর্কতা জলপাইগুড়ি শহরে নামাল বোট
Last Updated:
Jalpaiguri News: লাগাতার বর্ষণে প্লাবিত জলপাইগুড়ি। একাধিক গ্রামে নদী বইছে।প্রায় সব ব্লক জলমগ্ন।
advertisement
1/7

লাগাতার বৃষ্টির জন্য বিপর্যস্ত জনজীবন। দিন রাত বৃষ্টি। সকাল থেকে জল কিছুটা কম হলেও ফের আবার বেলা বাড়ার সাথে সাথেই লাগাতার বৃষ্টির জন্য জল বাড়ছে।অতি বৃষ্টিপাত যার ফলে গ্রামে দুয়ারে নদী।গোটা জলপাইগুড়ি শহর জলমগ্ন। আবহাওয়া অফিসের নির্দেশিকা অনুযায়ী, অতিবৃষ্টির সতর্কতা ছিলো। তবে বুধবার ভোর থেকে। ব্যাপক বৃষ্টিতে পুরো জলপাইগুড়ি শহর এবং সদর ব্লকের বেশির ভাগ গ্রাম প্লাবিত। বাহাদুর অঞ্চলের বাসুয়া পাড়া গ্রামের মধ্যে দিয়ে বইছে নদীর স্রোত, প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি।
advertisement
2/7
লাগাতার বর্ষণে প্লাবিত জলপাইগুড়ি। প্রায় সব ব্লক জলমগ্ন। জপাইগুড়ির শহরে বোট নামাল পুরসভা। বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খোদ ডি এম। এদিকে লাইফ জ্যাকেট পড়ে জলে নামলেন ভাইস চেয়ারম্যান।উদ্ধার ৯।জলপাইগুড়ি তিস্তায় অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হল অতি বর্ষণের ফলে। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা দেওয়া হল। গত ৪৮ ঘন্টায় জেলাতে বর্ষণ হয়েছে মোট ৩০৫.৪ মিলিমিটার।
advertisement
3/7
রাত থেকে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। একইসাথে সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার সকালে তিস্তা ব্যারেজ থেকে ১৫৫৮ কিউসেক জল ছাড়া হয়েছে। জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
4/7
অপরদিকে, জলপাইগুড়ি শহরে মহমায়া পাড়া ,চুনিলাল রোড,দুই নম্বর ঘুমটি সহ ২৫ নম্বর ওয়ার্ড এখন ও জলমগ্ন।বুধবার সকালেও একই অবস্থা, অবিরাম বৃষ্টিতে জলমগ্ন নয়াবস্তী মোড় সহ শহরের একাধিক এলাকা। মঙ্গলবারের পর বুধবার সকালেও জলপাইগুড়ি শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ৩১ নম্বর সড়কের ওপর দিয়েও বইছে জল।
advertisement
5/7
স্থানীয় ব্যাবসায়ী উদয় শংকর বসাক বলেন,এখনো বৃষ্টি হচ্ছে তাই জল বাড়ার সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। এদিকে, প্রবল বর্ষণে জলমগ্ন জলপাইগুড়ি দিনবাজার। লাগাতার ভারী বৃষ্টির কবলে জলপাইগুড়ি পুর এলাকা। পরিদর্শনে নেমে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, লাগাতার বৃষ্টির জেরে জল জমেছে। পরিস্থিতি দেখা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা প্লাবিত হবার পাশাপাশি পৌর সভার ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থা আরো খারাপ। ইতিমধ্যে এই ওয়ার্ডের বেশকিছু পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে চলে যেতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
6/7
শহরের অন্যতম ব্যাবসায়িক স্থল দিনবাজারের মাছ বাজারে ঢুকে পরেছে পাস দিয়ে বয়ে চলা করলা নদীর জল, যার ফলে সমস্যায় পরতে হয়েছে মাছ ব্যাবসায়ীদের। পৌর সভার ২৫ নম্বর ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি দেখতে যান,জেলা শাসক ,সদর মহকুমা শাসকও। জলবন্দী জায় গার সমস্যায় পড়া প্রতিটি পরিবারের পাশে আছে বলেও জানিয়েছেন তিনি।
advertisement
7/7
এদিকে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী জলপাইগুড়ির মূর্তিতে ৫৮.৮ মিলিমিটার, ন্যাওরাতে ৫৭.৬ মিলিমিটার,দোমহনিতে ৮৪.৪ মিলিমিটার বর্ষণশেষ ২৪ ঘন্টায় হয়েছে। আরো বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি সহ উত্তরের বেশ কিছু জেলাতে।
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Red Alert |Weather Update: লাগাতার বৃষ্টি জেলা জুড়ে, জারি লাল সতর্কতা জলপাইগুড়ি শহরে নামাল বোট